সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- জঙ্গি হামলায় ভূ-স্বর্গ যেন শান্ত হতেই চাইছে না। আবারও জঙ্গিদের গুলিতে প্রাণ গেল ১ চিকিৎসকসহ ৬ শ্রমিকের। রবিবার রাতে কাশ্মীরের গান্দেরবল জেলায় হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীরে কাজ করতে যাওয়া শ্রমিকদের থাকার একটি আস্তানায় ঢুকে এলোপাথারী গুলি চালায় হামলাকারীরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় ৭ জনকে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৫ জনকে। একটি টানেল তৈরির কাজে শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বেসরকারি একটি সংস্থার শ্রমিক ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় জঙ্গিরা। মৃতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ। বাকি ৬ মৃতেরা হলেন পঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০), মোহন লাল (৩০), কাশ্মীরেরই ফাইয়াজ আহমেদ লোন(২৬) ও জাহুর আহমেদ লোন।
ঘটনার নিন্দা করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। ঘটনার নিন্দা করে মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। যে টানেলের কাজে যুক্ত ছিলেন শ্রমিকরা। টানেলটি সোনমার্গ ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগ স্থাপন করবে। যার ফলে পর্যটকদের সুবিধা হবে। এই টানেলটি চালু করা হলে সারা বছর কাশ্মীরের সঙ্গে কার্গিলের যোগাযোগ স্থাপন করা যাবে। শ্রীনগর ও লে-এর মধ্যে যাতায়াতে সময় কম লাগবে।