সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: পুজোর আগে ফোনে যোগাযোগ ২ জনের। সেই ফোনালাপ থেকে ছিনতাইয়ের ছক ২ যুবকের। পূর্ব মেদিনীপুরের যুবক গৌর শা-র সঙ্গে আলাপ হয় কল্যাণীর এক যুবকের। পুজোয় ছিনতাই করবে বলে পরিকল্পনা করে ২ যুবক দেখা করে। পূর্ব মেদিনীপুর থেকে গৌর নিজের কালো বাইক নিয়ে প্রতিদিনই আসে কলকাতায়। বিটি রোডে দেখা করে। বিটি রোড বরাবর ছিনতাই করতে থাকে এবং ২ জনে নিজেদের এলাকায় ফিরে যায়।
এই ঘটনায় কলকাতা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে বাইকটিকে চিহ্নিত করা গেলেও যুবকদের চিহ্নিত করা যায় না। বাইকের সূত্র ধরে উঠে আসে বাইকটির নম্বর প্লেট ভুয়ো। বিটি রোডে লালবাজারের গোয়েন্দারা ও স্থানীয় থানার পুলিশ ওত পেতে থাকে অভিযুক্তদের পাকড়াও করতে। পশ্চিম মেদিনীপুরের যুবক গৌর শাকে ধরা গেলেও পলাতক তাঁর সঙ্গী। প্রাথমিক জেরায় উঠে আসে টিটাগড়ের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ছিনতাইয়ের গয়না বিক্রি করা হয়েছে। গ্রেফতার করা হয় ওই ব্যবসায়ীকেও। পলাতক যুবকের খোঁজে পুলিশ।