অনূসুয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ সংবিধানে উল্লেখই নেই অন্তর্বর্তীকালীন সরকারের। তবে বর্তমানে বাংলাদেশের মসনদে সেই অন্তবর্তীকালীন সরকারই। পড়শি দেশ কবে পাবে গণতান্ত্রিক এক সরকার? কবে হতে পারে ভোট, কতদিনই বা অন্তর্বতীকালীন সরকারের মেয়াদ, জানালেন মহম্মদ ইউনুস।
গণ অভ্যুত্থান দেখেছে পড়শি দেশ। ঝড়েছে রক্ত। প্রাণ হারিয়েছেন বহু ছাত্র। অগাস্টে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মুজিব-কন্যা শেখ হাসিনা। তাঁর পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার যায় ড. মহম্মদ ইউনুসের কাঁধে। হাসিনা পদত্যাগের পর কেটে গিয়েছে ৯০ দিনেরও বেশি। এমন আবহে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মুখ খুলতে দেখা যায় ইউনুসকে। কী বললেন তিনি ?
অন্তর্বর্তী সরকারে মন্তব্য ইউনুসের
মহম্মদ ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।শুধুমাত্র যে অন্তর্বর্তী সরকার নিয়েই তিনি মন্তব্য করেছেন তা নয়, পদ্মাপারের দেশে নির্বাচন নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
নির্বাচন প্রসঙ্গে ইউনুস
সংস্কারের গতিই নির্বাচন কত দ্রুত হবে তা ঠিক করে দেবে
দেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাব
এটা একটা প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছি
বাইটঃ মহম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পড়শি দেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক গণ গ্রেফতার ও বিচারবর্হিভূত বিষয়টিও রয়েছে। এই পরিস্থিতিতেও মুখ খুলতে দেখা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে।
সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ইউনুস
যে কোনও সরকারই অস্থিতিশীল অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকবে
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরাও উদ্বিগ্ন
আশা করছি এর সমাধান করতে পারব
একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারব
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংবিধান সংস্কারের দাবি তোলা হয়েছে একাধিক সংগঠন থেকে। এমন আবহে মহম্মদ ইউনুস বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত দরকার।