সুচারু মিত্র, সাংবাদিক: উত্তরের হওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে। অন্তত পাঁচ দিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তাপমাত্রা বিরাট হেরফেরের কোন সম্ভাবনা নেই, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই আগামী কয়েক দিন ধরেই কুয়াশার দাপট বজায় থাকবে। যার ফলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমানতার ক্ষেত্রে খুব কুয়াশা একটা বাঁধা হবে। কুয়াশার দাপট আগামী তিন চার দিন ধরেই বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমবঙ্গের কয়েক জেলাতে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
সেই সঙ্গে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। রাতে শীত ভালই অনুভূত হবে এমনকি আগামী 24 ঘন্টায় ভোর বেলাতেও শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী পাঁচ দিন নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কোথাও কোন জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে বলেই জানা যাচ্ছে।