সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি অভিযানে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এবার সেই সন্দেশখালির ছায়া দিল্লিতে। বৃহস্পতিবার সকালে দিল্লির বিজওয়াসান এলাকায় তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। একটি সাইবার প্রতারণার মামলায় অভিযানে গেছিল ইডি আধিকারিকরা। অভিযান যখন চলছিল তখনই ইডির টিমের উপর হামলা করা হয়। টিমে ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক। হামলায় তিনিও জখম হন।
অশোক শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে ইডি হানা দিতেই, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপরে চড়াও হয়। অতর্কিতে আক্রমণ করা হয় তাঁদের। গুরুতর আহত হন অ্যাডিশনাল ডিরেক্টরসহ অন্যান্যরা। ইডির দাবি, ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা এবং পার্ট টাইম চাকরির টোপ দিয়ে কয়েক হাজার মানুষকে প্রতারণা করা হয়। কোটি কোটি টাকার সাইবার প্রতারণা সামনে আসে।
সেই তদন্ত করতেই এদিন প্রতারণায় জড়িত চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্টের বাড়িতে যায় তদন্তকারী আধিকারিকরা। ৫ জন মারধর করে বলে জানা গেছে। যদিও ঘটনার পরই ১ জন পালিয়ে যায়। মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হলে এফআইআর রুজু করে পুলিশ। পলাতকের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ওই বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।