ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বিডিও এবং পঞ্চায়েত প্রধানের (ক্যানিং ১ ব্লক ইঁট খোলা গ্রাম পঞ্চায়েত) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল কোর্টে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রবি কিষান কাপুর এর।পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের সচিবকে, ক্রিমিনাল প্রসেডিংস শুরু করার নির্দেশ। হাইকোর্ট এর। শুনানি চলাকালীন বিচারপতি কাপুরের মন্তব্য – এটা ইচ্ছাকৃত দুর্নীতি।মামলায় রিপোর্ট দিয়ে রাজ্যের বক্তব্য ৫ মামলাকারী ৩ জনের ৩ টে ইনস্টলমেন্টের টাকা মামলাকারীর অ্যাকাউন্ট না গিয়ে অন্য অ্যাকাউন্টে গেছে। বাকি ২ জনের প্রথম প্রথম ইন্সটলমেন্টের টাকা অন্য অ্যাকাউন্টে গেছে।আবাস যোজনার জন্য আবেদন করলে,সেই টাকা ডিসপ্যাচ হলেও তাদের অ্যাকাউন্টে না আসায় আদালত এর দারস্ত হয় ক্যানিং এর ৫ বাসিন্দা।
মামলাকারীর অভিযোগ, টাকা তাদের নামের অ্যাকাউন্টে এলেও যেই অ্যাকাউন্টে টাকা এসেছে সেই অ্যাকাউন্ট নম্বর তাদের নয়।
তারপরেই স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে দায়ের হয় মামলা।