সকাল হোক রাত বেশ সুন্দর শীতের আমেজ কিন্তু একটু বেলা গড়াতেই সেই চেনা গরম। ঘামও হচ্ছে হাল্কা। প্রশ্ন উঠছে শীতকাল কবে যথাযথ ভাবে আসবে? শীতের পথে কি নিম্নচাপের বাধা?
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: নভেম্বরের শেষ লগ্নেও দেখা নেই জাকিয়ে শীতের। বেলা গড়ালে শীতবস্ত্র গায়ে রাখতেই হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও প্রায়ই একই থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এখন মূলত রোজই সকালের দিকে কুয়াশা থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার প্রভাব থেকে মুক্তি মিলবে এর পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল তার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। এবং আগামী সপ্তাহেও সেই ধারা অব্যাহত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রার পারদ।
ডিসেম্বরের ৫-৬তারিখ থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে পারে তার জেরে প্রায় ১০ দিন মত ভালোই ঠান্ডা থাকবে। তারপর তাপমাত্রার কিছুটা বদল ঘটতে পারে। কিন্তু শীত ভালো ভাবেই অনুভূত হবে।
অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে৷ যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে৷ এরপর সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর প্রভাবে এটি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে এর প্রভাব রাজ্যে পড়বে না।