নাজিয়া রহমান, সাংবাদিক: অয়ন সেনগুপ্ত। যিনি একটা সময়ে টেলিপর্দায় হইচই ফেলে দিয়েছিলেন। কে আপন কে পর, এই পথ যদি না শেষ হয়, কী করে বলব তোমায়-এর মতো হিট সিরিয়াল রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর পরিচালনায় কত অভিনেতা-অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু নিয়তির খেলায় সেই পরিচালককেই দেখা গেল ফুটপাতে দোকান চালাতে। দক্ষিণ কলকাতার তপন থিয়েটারের সামনে রয়েছে তাঁর খাবার দোকান। গত ২ বছর তিন মাস তাঁর কোনও কাজ নেই। কাজ না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। কিভাবে সংসার চালাবেন? হাতে কোনও কাজ না থাকায় মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল জীবন। স্ত্রী ও সন্তানকে নিয়ে কি ভাবে জীবন কাটবে কি উপায়ে সংসার চলবে তা নিয়ে খুব চিন্তায় কাটছিল পরিচালক অয়নের জীবন। অয়ন সেনগুপ্তের স্ত্রী শর্মিলাও একজন অভিনেত্রী। বর্তমানে তিনি এখনও একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ও করছেন। তবে স্বামীকে কাজ না থাকার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। দাঁড়িয়েছেন স্বামীর পাশে। তপন থিয়েটারের সামনে ফুটপাতে চলছে গার্ডেন আমব্রেলায় ছোট্ট তেলেভাজার দোকান। অয়নের স্ত্রীও এই খাবার দোকানে কাজ করছেন। রাস্তায় দোকান থাকলেও পরিচালক এও জানান যে তিনি ও তাঁর স্ত্রী দুজনেই অভিনয় ছাড়েননি। মঞ্চে বা সিরিয়ালে অভিনয়ের কাজ তিনি ছাড়তে চাইছেন না। থিয়েটারের দল তাঁরা চালিয়ে যাবেন। এই খাবারের দোকান তাঁদের দ্বিতীয় উপার্জনের রাস্তা। অয়ন জানান,কোন প্রযোজক যদি একসঙ্গে কাজ কারার সুযোগ দেন তাহলে পরিচালনার কাজ তিনি অবশ্যই করবেন। কিন্তু পাশাপাশি এই ব্যবসাও তিনি চালিয়ে যাবেন বলেও জানান। ইতিমধ্যেই টলিপাড়ায় বেশ সাড়া ফেলেছে অয়নের এই দোকান। অনেককেই আসছেন খাবার খেয়ে দেখছেন ও প্রশংসাও করছেন।