সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আসছে আধার কার্ড পরিষেবায়। এবার প্যান কার্ডেও পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় সিদ্ধান্ত নিয়েছেন প্যান কার্ডে থাকবে কিউআর কোড। যার নাম দেওয়া হয়েছে প্যান ২.০ প্রকল্প। প্যান কার্ডের নতুন এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ১৪৩৫ কোটি টাকা। প্যান কার্ডে কিউআর কোড থাকলে যাঁরা আয়কর দেন তাঁদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। তাহলে প্রশ্ন হল, পুরনো প্যান কার্ডগুলির কি হবে? তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
বর্তমানে যাঁদের প্যান কার্ড রয়েছে, সেগুলো বিনামূল্যে আপগ্রেড করা যাবে। এই মুহূর্তে সারা দেশে ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে। এর মধ্যে ৯৮% ব্যক্তিগত কার্ড। কেন্দ্রের দাবি, প্যান কার্ডে কিউআর থাকলে তা ডিজিটাল হয়ে উঠবে। আর্থিক লেনদেন সহজ ও স্বচ্ছ হবে। ব্যক্তিগত তথ্য ও যাবতীয় অ্যাকাউন্ট সুরক্ষিত হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেন, নতুন এই প্রকল্পের ফলে যাঁরা আয়কর দেন, তাঁদের আয়কর রিটার্ন ফাইলের জন্য অনেকটাই সুবিধা হবে। এই সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি। নতুন এই প্রকল্পের কাজ কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।