ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: রাজ্যের ছ’টি বিধানসভার উপনির্বাচনের গণনা আজ। উপনির্বাচনে তৃণমূল ছয়ে ছক্কা তৃণমূলের। এখনও পর্যন্ত এগিয়ে ছয় কেন্দ্রে এগিয়ে তৃণমূল। ২০২১ সালের ভোটে এই ছ’টির মধ্যে পাঁচটিই জিতেছিল তৃণমূল। কেবল মাদারিহাট জিতেছিল বিজেপি।
উপনির্বাচন হয় মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত, দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬০ হাজার ভোটের লিড নিয়েছে শাসকদলের প্রার্থী। মেদিনীপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থীর ঝুলিতে ১৬ হাজার ৪ টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১০ হাজার ১৬৮ টি ভোট। সিপিআই প্রার্থীর পক্ষে ভোট এসেছে ১ হাজার ৩১১টি। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। বাঁকুড়ার তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ৩ হাজার ৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিজেপি। নৈহাটি কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে ৩৫ হাজার ৩৪৪-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। প্রাথমিক ট্রেন্ড যা বলছে তাতে ‘অভয়া’ আন্দোলনের রেশটুকুও গ্রামবাংলায় পৌঁছয়নি। বিরোধীরা সেখানে ফিকেই। বরং মা-মাটিতেই আস্থা রেখেছ মানুষ।