ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: গুজরাটের আহমেদাবাদ নয়, এমন কি মুম্বই নয়। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজিত হতে পারে রাজধানীতে। কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ভারত একাধিক গ্লোবাল ইভেন্ট সাফল্যের সঙ্গে আয়োজিত করেছে। ফলে ভারত অলিম্পিক্সও আগামী দিনে আয়োজন করতে পারবে। এরপরই আইওসি অর্থাৎ বিশ্ব অলিম্পিক্স সংস্থার কাছে ভারত ইচ্ছাপ্রকাশ করে সরকারিভাবে যে তাঁরা ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চায়। আগে গুজরাটের আহমেদাবাদের কথা ভাবা হলেও জানা গেছে মধ্য দিল্লি এবং আগরায় অলিম্পিক্স আয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক অলিম্পিক্সে যেমন একটা বিশেষ সিম্বল থাকতে হয়, তেমন তাজমহলকেও দেখানো যাবে।