নাজিয়া রহমান, সাংবাদিক: বড়সড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। এবার থেকে অনলাইনে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্মফিলাপ। বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানালো মধ্যশিক্ষা পর্ষদ । ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাও এই আওতায় পড়ছে। স্কুলগুলিকে এর মাধ্যমে পরীক্ষার্থীদের ফর্মফিলাপ করে পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদে। এমনকি ফর্মফিলাপের সময়সীমাও বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্মফিলাপ। চলবে ১৮ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত। ফর্মফিলাপের জন্য একটি ওয়েবসাইটও দেওয়া হয়েছে। www.wbbsedata.com এই ওয়েবসাইটে স্কুলগুলিকে ফর্মফিলাপ করে পাঠাতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সব তথ্য এই ওয়েবসাইটে আপলোড করতে হবে পরীক্ষার্থীদের। এতদিন পরীক্ষার আগে ফর্মফিলাপ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের সব তথ্য স্কুলগুলিকে পর্ষদের আঞ্চলিক অফিসে জমা করতে হত। কিন্তু এবার থেকে সেই পদ্ধতিতে বদল আনল পর্ষদ। এবার থেকে প্রতিটি স্কুল সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করবে। যদি আপলোডের ক্ষেত্রে কোনও রকম দেরি হয় তাহলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা নিয়ে সজাগ মধ্যশিক্ষা পর্ষদ। তাই এবার থেকে এই নয়া পদ্ধতির অবলম্বন পর্ষদের। তবে কোনও বিশেষ প্রয়োজন হলে পর্ষদ অফলাইনেও কোনও ফর্ম জমা নিতে পারে বলেও সূত্রের খবর।