Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক কারণে তাঁকে আশ্রয় দিয়েছে মস্কো।
  • ভারোত্তোলনে যৌন হেনস্থার অভিযোগ। বিহার ভারোত্তোলন সংস্থার এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে অভিযোগ। যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা ভারোত্তোলক। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
  • ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েন। ঢাকায় পৌঁছলেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দফতরের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান।
  • আসাদ দেশ ছাড়তেই সিরিয়ায় আমেরিকার হানা। আইসিস ঘাঁটি লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ। সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ আমেরিকার।
  • আকাশ-জল-স্থল সবদিক থেকে বাংলাদেশকে নিরাপদে রাখতে জানি। ভারতকে হুঁশিয়ারি বিএনপি নেতা রুহুল কবীর রিজভির। ভারতে এসে হার্টে একটা রিং পরে গেছ। ওটা খুলে দাও। রিজভিকে তোপ শুভেন্দুর।
  • অর্বাচীন বলেই চারদিনের মধ্যে কলকাতা দখলের কথা বলছে। ভারতের ফাইটার প্লেনের শব্দ শুনলেই সব ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের বার্তা শুভেন্দুর।
  • বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে খোল-করতাল নিয়ে সনাতনীদের মিছিল। পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • ইউনূসের বিরুদ্ধে পুরনো পাঁচ মামলা খারিজ করল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে পাঁচটি মামলা বাতিল করেছিল বাংলাদেশ হাইকোর্ট। হাইকোর্টের রায়ই বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত।
  • সিরিয়ার রাজধানী দামাস্কাসকে স্বাধীন ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর। বাশার ক্ষমতাচূত বলেও দাবি বিদ্রোহীদের। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী ছেড়েছেন। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি জানিয়েছেন, ক্ষমতার হস্তান্তরের জন্য তিনি প্রস্তুত। 
  • কলকাতায় সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক। সব দোকান, অফিস, হোটেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে। বাংলা ভাষা না শিখলে যথাযথ আইনানুগ ব্যবস্থা। জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার। অন্য যে কোনও ভাষার সঙ্গে প্রথমে বাংলায় লিখতেই হবে। বাংলা ভাষাগত ঐতিহ্য বজায় রাখার জন্য এই নির্দেশ।
  • সংস্কারের পরে খুলছে নোত্র দাম গির্জা। পাঁচ বছর আগে আগুনে বিপর্যস্ত হয়েছিল প্যারিসের এই গির্জা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। সোমবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে গির্জা।
  • ভারতের উপর নির্ভরতা কমাতে চাইছে বাংলাদেশ। আলু-পেঁয়াজ আমদানির জন্য শুধু ভারতের উপর নির্ভর করতে রাজি নয় বাংলাদেশ। আমদানির জন্য বিকল্প দেশের সন্ধান শুরু করেছে ঢাকা। ছ’টি দেশও চিহ্নিত হয়েছে ইতিমধ্যে।
  • New Date  
  • New Time  
এবার কলকাতায় জ্বলবে দ্রোহের আলো, ফের রাজপথে চিকিৎসকরা

4
November 2024

এবার কলকাতায় জ্বলবে দ্রোহের আলো, ফের রাজপথে চিকিৎসকরা

সকলের চোখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে আর তার আগে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা। সোমবার অভয়ামঞ্চের তরফে জ্বালাও আলো দ্রোহের আলো কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সোমবার সন্ধেবেলা অন্তত ১২০ টি জায়গায় জ্বলে উঠতে চলেছে দ্রোহের আলো। চিকিৎসকদের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এই দ্রোহের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের শুনানির প্রাক্কালে অভয়া মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে এই বাংলায় তিলোত্তমার নামে এখনও গর্জে উঠছে প্রতিটা মহল্লা। বিচার না পেলে তাদের দ্রোহের আগুন নিভবে না। সুবিচার তারা আদায় করে থামবেন এটাই তাদের দাবি। চিকিৎসকরা বলছেন এদিন পাড়ার মোড়ে একটু জায়গা নিয়ে নেমে পড়বেন তিলোত্তমার জন্য।

জানা যাচ্ছে আজ ফের জ্বলে উঠবে বাতি। স্লোগান, শাউটিং, গান, কবিতা, বক্তব্য দিয়ে স্মরণ করা হবে তিলোত্তমাকে, চাওয়া হবে বিচার চাইব। মূলত ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আরও একবার ঘোর গর্জনে শামিল হবেন চিকিৎসকরা।

আজ অভয়া মঞ্চের পক্ষ থেকে এই সংগঠনগুলি আয়োজক হিসাবে থাকছেন

১) পুরাতনী, যাদবপুর সংহতি, পথদখলের ডাক- যাদবপুর সুপার মার্কেট চত্বর
২) পথের দাবী, কথাবার্তা- রানুছায়া মঞ্চ, একাডেমি চত্বর
৩) তিলোত্তমার পাশে ময়দান ও মানব জমিন- গড়িয়া মোড়
৪) ২২ ইয়ার্ডস অ্যাণ্ড বিয়ণ্ড- দাসপাড়া মোড়, জেমস লং সরণি
৫) নো মোর সাইলেন্স- বাগুইহাটির নেতাজি মূর্তির পাদদেশে
৬) অল বেঙ্গল রিসার্চ ইনিশিয়েটিভ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তনী, কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি- কলেজ স্ট্রীট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে
৭) আগরপাড়া নাগরিক সমাজ- আগরপাড়া স্টেশন সাবওয়ের গেট
৮) রিক্লেইম দ্য নাইট (উত্তরপাড়া)- উত্তরপাড়া স্টেশন রোড, ডঃ কোয়াটার্স-এর সামনে
৯) ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও- ঢাকুরিয়া মোড়
১০) অনুষ্টুপ ও দক্ষিণ কোলকাতা প্রাক্তনী- রাসবিহারী মোড়
১১) বহ্নিশিখা, বিধাননগর এবং Community for Women’s Safety, সল্টলেক সেক্টর ওয়ান, ফাঁড়ি বাস স্টপ
১২) রাত দখল অধিকার দখল, সত্যমেব জয়তে- যাদবপুর ৮বি বাসস্ট্যাণ্ড
১৩) অশোকনগর অভিযাত্রী- অশোকনগর স্টেডিয়ামের বিপরীতে
১৪) মাস্তুল- এ.এম.পি বৈশাখী সল্টলেক
১৫) বাংলার নাগরিক- ফার্ন রোড, গোলপার্ক, জোড়াবাংলোর সামনে
১৬ – ২২) বেহালা প্রতিবাদী মঞ্চ- পর্ণশ্রী মোড়, ১৪ নং বাসস্ট্যাণ্ড, সেনহাটি, সরশুনা, শকুন্তলা পার্ক, সখের বাজার, ঠাকুরপুকুর
২৩) তিলোত্তমা বাহিনী (সিঁথি)- সিঁথির মোড়,
২৪) ব্যারাকপুর প্রতিবাদী মঞ্চ- আনন্দপুরী স্টেট ব্যাঙ্ক
২৫) নাগরিক সমাজ, পানিহাটি- এইচ বি টাউন, সোদপুর
২৬) সত্যেন্দ্রপল্লী উন্নয়ন সমিতি- সত্যেন্দ্রপল্লী মোড়
২৭ – ৩২) বিজ্ঞান মনষ্ক, পশ্চিমবঙ্গ- পোড়া অশ্বথতলা, বেহালা , পাথর প্রতিমা , শিলিগুড়ি, গোচরন, বনগাঁ, পুরুলিয়া , সোনারপুর ।
৩৩) কলকাতা উত্তরের কণ্ঠ, যৌনকর্মী সংগঠন, মানসিক স্বাস্থ্যকর্মী, রিক্সাচালক সংগঠন, তিলোত্তমার পাশে ময়দান- শ্যামবাজার ১ নং মেট্রো গেট
৩৪) বৈষম্যবিরোধী নাগরিক উদ্যোগ- মাহেশের রথের সামনে, শ্রীরামপুর
৩৫) ব্যারাকপুর হোক প্রতিবাদ- জিমনেসিয়ামে খেলার মাঠের সামনে, ব্যারাকপুর
৩৬) উই দ্য পিপল অফ ইণ্ডিয়া, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, অল ইণ্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিইউসিএল- মৌলালী মোড়
৩৭) নারীসুরক্ষা ও সিণ্ডিকেট বিরোধী উদ্যোগ- সিরিটি, মুচিপাড়া মোড়
৩৮) বাংলার অভয়া- রুবি মোড়
৩৯) অভয়া মঞ্চ- এয়ারপোর্ট, ১ নং ট্যাক্সি স্ট্যান্ড
৪০) অনিডায়েরী ও বন্ধুরা সোসাইটি- হাইল্যাণ্ড পার্ক
৪১) এ সিটিজেন্স কালেকটিভ, ২২ ইয়ার্ডস অ্যান্ড বিয়ণ্ড- অ্যাম্ফিথিয়েটার বাসস্ট্যাণ্ড, বান্দ্রা ওয়েস্ট
৪২) অভয়া মঞ্চ- কাঁকুড়গাছির মোড়
৪৩) সমস্বর নিমতা- নিমতা মোড়ের সামনে
৪৪) সেভ ডেমোক্র্যাসি- ব্যারাকপুর স্টেশন চত্বর
৪৫) গড়িয়া সুচর্চা- বাঘাযতীন মোড়
৪৬) যাদবপুর বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার্স অ্যাসোসিয়েশন (JURSA) – যাদবপুর ৮বি চত্বর।
৪৭) Right to Education Forum, ভারতীয় গণসংষ্কৃতি সংঘ ও প্রগতি লেখক সংঘ কলকাতা জেলা – কলেজস্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়
৪৮) এয়ারপোর্ট নাগরিক মঞ্চ ১নং ট্যাক্সি স্ট্যান্ড
৪৯ – ৫৪) নাগরিক দ্রোহ – কোচবিহার, কালিয়াগঞ্জ, ভাঙর, ন্যাজাট, নৈহাটি, খানাকুল
৫৫) পাঁচটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীবৃন্দ – ন্যাশনাল লাইব্রেরির সামনে (৪ নং গেট)
৫৬) ভবানীপুর পাঠাগার
৫৭) পদ্মপুকুর সুইমিং ক্লাব
৫৮) অভয়া মঞ্চ, বর্ধমান – কার্জন গেট, বর্ধমান
৫৯) কাটোয়ার নাগরিক সমাজ – কাটোয়া সুবোধস্মৃতি রোড
৬০) নিউ গড়িয়া সমবায় আবাসনের আবাসিক বৃন্দ – মূল ফটকের সামনে
৬১) নিউ টাউন নাগরিকগণ-বিশ্ববাংলা গেট।
৬২) ডা: ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি
জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিক প্রাঙ্গন
৬৩ ) আই এ মার্কেট১৩ নম্বর ট্যাংক – IA block Friends
৬৪) AE block Salt Lake City – “Salt Lake Alumni:Protest for Justice
৬৫) ২০৬ বাসস্ট্যান্ড – ২৯ নং ওয়ার্ড তিলোত্তমা সংহতি
৬৬) গণচেতনা – ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাঘাযতীন
৬৭) অভয়া মঞ্চ- ওয়ার্কউইক ইউনাইটেড কিংডম
৬৮) অভয়া মঞ্চ- প্রেস্টন ইউনাইটেড কিংডম
৬৯) সেভ ডেমোক্র্যাসি, তিলোত্তমা বাহিনী- চুঁচুড়া, ঘড়িমোড়
৭০) সেভ ডেমোক্র্যাসি- দমদম, রবীন্দ্রনগর, নতুনবাজার
৭১) আই এম এ, কল্যাণী – বি ১৪/ ২১২, আই এম এ ভবন, কল্যাণী
৭২) সেভ ডেমোক্র্যাসি- নাগেরবাজার
৭৩) বিজ্ঞানমনস্ক- নরেন্দ্রপুর স্টেশন
৭৪) সেভ ডেমোক্র্যাসি- দুর্গাপুর
৭৫-৭৬) পিপলস হেলথ অ্যাসোসিয়েশন ২০১৪- ঘুনি ও যাত্রাগাছি, রাজারহাট
৭৭) জলপাইগুড়ি নাগরিক সংসদ- থানা মোড়, জলপাইগুড়ি
৭৮) অভয়া মঞ্চ- বারাসাত, হেলা বটতলা, তেঁতুলতলা
৭৯) তিলোত্তমার জন্য রায়গঞ্জ – রায়গঞ্জ বিদ্রোহী মোড়।।
৮০) লেকটাউন ক্লক টাওয়ার
৮১) রাত দখলের মেয়েরা, বহরমপুর – চৌতারা, বহরমপুর
৮২) অভয়া মঞ্চ, ঠাকুরনগর- নেতাজী মূর্তি
৮৩ – ৮৪) অভয়া মঞ্চ – ম্যানচেস্টার ও লেষ্টার সিটি, ইউকে
৮৫) লেক গার্ডেন্স প্রতিবাদী সংঘ – লেক গার্ডেন্স মিলন সংঘ ব্যাডমিন্টন একাডেমি
৮৬) খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি – খড়দহ স্টেশন রোড
৮৭) রুচিরা আবাসন
৮৮) অভিষিক্তা ১ আবাসন
৮৯) অভিষিক্তা ২ আবাসন
৯০) পূর্বা আবাসন
৯১) মঞ্জুলিকা ১ আবাসন
৯২) মঞ্জুলিকা ২ আবাসন
৯৩) রেল বিহার আবাসন
৯৪) মার্সেলিন আবাসন
৯৫) কলকাতা প্রেসক্লাব হাউজিং
৯৬) অভ্যুদয়
৯৭) হ্যাপিনুক
৯৮) নির্বাণ আবাসন
৯৯) পূবালী আবাসন
১০০) বারাসত নাগরিক মঞ্চ – শ্যামসুন্দর জুয়েলারি, ডাকবাংলো মোড়
১০১) আই এম এ, নিউ ব্যারাকপুর- আই এম এ অফিস
১০২) শিলিগুড়ি নাগরিক সমাজ – বাঘাযতীন পার্ক
১০৩) দেশপ্রিয়নগর কলোনী বাজার, বেলঘড়িয়া
১০৪) ভয়েস ফর তিলোত্তমা – হাসমি চক, শিলিগুড়ি
১০৫) আর একটিও ধর্ষণ নয় ও রাতদখল – মীরপুর লাঠি খেলার মাঠ, মালদা
১০৬) বাঁকুড়া জেলা স্কুল প্রাক্তনী – বাঁকুড়া জেলা স্কুল গেট
১০৭) এক্স স্টুডেন্টস্ এসোশিয়েশন, আরজিকরএমসিএইচ – জুনিয়র ডাক্তার প্রতিবাদ মঞ্চ, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
১০৮) বিজ্ঞান মনষ্ক – নয়া কামারগ্রাম, বনগাঁ
১০৯) সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা – বাইগাছি চৌমাথা, অশোকনগর
১১০ – ১২০) ফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অর্গানাইজেশন- ১৯, হিমাংশু চক্রবর্তী লেন, কলকাতা – ১৬১; লায়লকা জলের ট্যাঙ্ক; রেল কোয়ার্টার কমপ্লেক্স, দুর্গানগর, বালি; আদ্রা রেল স্টেশন; খড়্গপুর রেলওয়ে স্টেশন; বর্ধমান লোকো কলোনী; কোন্নগর রেলওয়ে স্টেশন; পানাগড় রেলওয়ে স্টেশন এবং টাটানগর, সিনি ও ধানবাদ, ঝাড়খন্ড।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​