এসএসকেএম হাসপাতালকে বলা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভ। কিন্তু সেই হাসপাতালেই গত কয়েকদিনে সামনে এসেছে রেফার রোগ। এবার তার কবলে এক ৪ বছরের শিশু।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ঝাড়খণ্ডের বাসিন্দা অশোক রবি দাস, তার চার বছরের শিশু ব্রেন টিউমারে আক্রান্ত, দ্রুততার সঙ্গে অপারেশন করতে হবে। সেই কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে রেফার করে দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেই মতো গত বৃহস্পতিবার দিন রাত্রি বারোটা নাগাদ তারা এসএসকেএম হাসপাতালে আসেন। হাসপাতালে আসার পর এমার্জেন্সি বিভাগে দেখানো হলে বলে বেড নেই, আউটডোরে ডাক্তার দেখান। সেই মতো আউটডোরে ডাক্তার দেখালেও তারাও লিখে দেয় ইমিডিয়েট এডমিশন করে অপারেশনের প্রয়োজন। কিন্তু বেড নেই, বলা হচ্ছে তিন থেকে ছয় মাস অপেক্ষা করলে তবে গিয়ে বেড পাওয়া যেতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে আদৌ তিন থেকে ছয় মাস সময় কি আছে এই বাচ্চাটির হাতে? তার কারণ যত সময় গড়াচ্ছে বাচ্চাটির শরীর নিস্তেজ হয়ে পড়ছে। হাত-পা অসার হয়ে যাচ্ছে, বমি করছে। রোগীকে যাতে হয়রানি শিকার না হতে হয় সেই কারণে রেফারেল সিস্টেম চালু করা হয়েছে, বসানো হয়েছে বেড ভ্যাকেনসি মনিটর। কিন্তু তারপরেও রোগী হয়রানির ছবি একটু পাল্টায়নি।
সোমবার সকালে অবশেষে তারা সুপারের সঙ্গে কথা বলতে পেরেছেন তাদের নিয়ে যাওয়া হয়েছে নিউরো ওপিডিতে কিন্তু ভর্তি? চিকিৎসা? সেটা হবে তো? প্রশ্ন থেকেই যাচ্ছে।