ভোটের সকালে দলীয় কর্মীকে গৃহবন্দী করে রাখার অভিযোগে সরগরম মেদিনীপুর। যদিও সেই অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের চন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী নয়ন দে-কে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোষ্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন রাজ্য পুলিশ বিজেপি কর্মিদের ভোটের কাজে অংশ নিতে দিচ্ছে না। নিজের পোষ্টে বিরোধী দলনেতা লিখেছেন ‘মমতা পুলিশ’ বিজেপি কর্মি নয়ন দের বাড়ি ঘিরে রেখেছে, তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। তিনি আরও জানান, নয়ন একজন গুরুত্বপূর্ণ বিজেপি কর্মি। তাকে এইভাবে আটকে রেখে পুলিশ আসলে তৃণমূল কংগ্রেস কে সুবিধা করে দিতে চাইছে।
এই বিষয় নিয়ে বিজেপির পক্ষে শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে অভিযোগ জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন জেলা থেকে রিপোর্ট তলব করে। কমিশন সূত্রে খবর, জেলা থেকে সেই রিপোর্ট কমিশনের দফতরে জমা পড়েছে। জেলা পুলিশ জানিয়েছে ঐ ব্যক্তির (নয়ন দে) বাড়ির সামনে কোনো পুলিশ মোতায়েন নেই। সেক্টর অফিসার এবং ক্যুইক রেসপন্স টিম (QRT) ও একই রিপোর্ট জমা দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর কমিশন শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করে।