মেট্রো রুটে আসতে চলেছে বদল। তবে কি যাত্রী ভোগান্তির আশঙ্কা! আসলে ইস্ট ওয়েস্ট মেট্রোতে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অব্ধি সুড়ঙ্গে কাজ হবে। সেই কারণে সোমবার সকাল থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান পথে মেট্রো পরিষেবায় কিছু বদল ঘটছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মেট্রোর তরফে জানানো হয়েছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি সুড়ঙ্গতে কাজের কারণে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবাগুলি সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশোধন করা হবে৷
জানা গেছে যে এই সুড়ঙ্গের একটি অংশে নির্মাণ কাজের জন্য এসপ্ল্যানেড থেকে মহাকরণের মধ্যে পশ্চিমমুখী সুড়ঙ্গে আপাতত ট্রেন চালানো সম্ভব নয়। এই রুটে মেট্রো চলবে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে। যদিও পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পুরো পথেই মেট্রো চলবে।
জানানো হয়েছে পূর্ব-গামী টানেলে মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত সপ্তাহের দিনগুলিতে থেকে ৬.৫৫থেকে চলাচল করবে। ১০টা পর্যন্ত। রবিবার, পরিষেবাগুলি পূর্ব-গামী টানেলে শুধুমাত্র দুপুর ২.১৫ থেকে পাওয়া যাবে৷
এর ফলে যাত্রীদের হয়রানি হবেই। এই পরিস্থিতি সামাল দিতে পশ্চিমমুখী সুড়ঙ্গে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ২ সুড়ঙ্গ মিলে সারা দিনে ১৫০ টি ট্রেন চলবে। আগে চলত ১১৮টি ট্রেন।