ঋক পুরকায়স্থ, সাংবাদিক: ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্র মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর পৌরসভা, চন্দ্রা, ধেরুয়া, মনিদহ এবং মেদিনীপুর সদর সম্প্রদায় উন্নয়ন ব্লকের তাঁতিগেরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বাঁকিবাঁধ, গড়মাল, কর্ণগড়, কাশিজোড়া এবং শতপতি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।
প্রথম বিধানসভা নির্বাচন থেকে ২০১১ সালের আগে পর্যন্ত কমিউনিস্ট পার্টি তাদের শক্ত ঘাঁটি করে রেখেছিল। মাঝখানে ১৯৭৭ সালে জনতা পার্টির বঙ্কিম বিহারী পাল একবার জিতে বিধায়ক হয়েছিলেন। কিন্তু ২০১১ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এই সিটটি হাতছাড়া হতে দেয়নি। ২০১১ থেকে ২১ এই আগে পর্যন্ত মৃগেন্দ্র নাথ মাইতি ক্ষমতায় ছিলেন এবং ২০২১ সালে জুন মালিয়া জিতেছিলেন।
নিজের বিধানসভা ছেড়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এবং জয়যুক্ত হন। এবার এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন ১৩ তারিখ।
২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জুনমালিয়া পেয়েছিলেন ১ লক্ষ ২১ হাজার ১৭৫ ভোট ও তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি পেয়েছিল ৯৬ হাজার ৭৭৮টি ভোট। জুন মালিয়া ২৪ হাজার ৩৯৭ ভোটে জয়যুক্ত হয়েছিলেন।
এই আসনের উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সুজয় হাজরা, বিজেপি শুভজিৎ রায়, সিপিআই মণি কুন্তল খামরুই, কংগ্রেস শ্যামল কুমার ঘোষ। এবার দেখার তৃণমূলের দখলেই কি থাকছে মেদিনীপুর বিধানসভা নাকি বিজেপি তাদের পতাকা পুঁততে সফল হবে।