নাজিয়া রহমান, সাংবাদিক: প্রাক – প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর। নির্দেশিকায় বয়স অনুযায়ী শ্রেণী নির্ধারণ করা হয়েছে। নির্দেশিকায় নির্ধারিত বয়স অনুযায়ী ক্লাসে ভর্তি হতে পারবেন খুদেরা। তাই ইচ্ছেমতো অভিভাবকেরা নিজেদের সন্তানদের স্কুলে ভর্তি করতে পারবেন না। ভর্তি সংক্রান্ত নির্দেশিকা মানতে হবে সরকারি এবং সরকার
পোষিত স্কুলগুলিকে। একনজরে দেখে দেখে নেওয়া যাক কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। প্রাক-প্রাথমিকের জন্য ৫ বছর থেকে ৬ বছরের মধ্যে বয়স নির্ধারিত হয়েছে। প্রথম শ্রেণির জন্য ৬ বছর বয়স থেকে ৭ বছর। দ্বিতীয় শ্রেণীর জন্য বয়স ৭ বছর বা তার বেশি কিন্তু বয়স ৮ বছরের কম।তৃতীয় শ্রেণীর জন্য বয়স ৮ বছর বা তার বেশি কিন্তু বয়স ৯ বছরের কম। চতুর্থ শ্রেণীর জন্য বয়স ৯ বছর বা তার বেশি কিন্তু বয়স ১০ বছরের কম। পঞ্চম শ্রেণীর জন্য, বয়স ১০ বছর বা তার বেশি কিন্তু বয়স ১১বছরের কম। ষষ্ঠ শ্রেণীর জন্য বয়স ১১ বছর এবং তার বেশি কিন্তু ১২ বছরের কম।
সপ্তম শ্রেণীর জন্য বয়স ১২ বছর বা তার বেশি কিন্তু বয়স ১৩ বছরের কম। অষ্টম শ্রেণির জন্য ১৪ বছর বয়স। তবে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত অষ্টম শ্রেণীতে পড়তে পারবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে শিক্ষার্থী ভর্তির বয়স হিসাবে দেখা হবে আগামী ১ লা জানুয়ারি ২০২৫ সাল অনুযায়ী। নির্ধারিত এই সময় অনুযায়ী পড়ুয়াদের ভর্তির বয়সে ৪ মাসের ছাড় দিতে পারবেন প্রধান শিক্ষকরা। স্কুলে ভর্তির জন্য হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা। লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি হবে শিক্ষার্থীরা। স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নির্দেশিকা জারি হলেও কবে থেকে ভর্তির ফর্ম বিলি করা হবে তাএখন জানায়নি শিক্ষা দফতর। খুব দ্রুতই এনিয়ে নির্দেশিকা জারি করা হবে বলে জানা গেছে।