সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: চলতি মাসে ছিল গুরু নানকের ৫৫৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে পাকিস্তান সরকারের তরফ থেকে বিশেষ আয়োজন করা হয়। শিখগুরুর জন্মজয়ন্তী পালন করতে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করে পাকিস্তান। এই সময় তাঁর জন্মজয়ন্তী পালন করতে প্রতি বছরই বহু শিখ পুণ্যার্থী ভারত থেকে পাকিস্তানে যান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার পাকিস্তানে যাওয়া সেই তীর্থযাত্রীরা যখন তাঁদের সফর শেষ করে ভারতে ফেরার তোড়জোড় করছিলেন তখনই বিশেষ স্মারক মুদ্রাটি সর্বসমক্ষে আনে পাক প্রশাসন। গুরু নানকের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে পাকিস্তানের গুরুদ্বারা জনম আস্থান নানকানা সাহিবে প্রতি বছর এক বিরাট উৎসবের আয়োজন করা হয়। এখানেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানান প্রান্ত থেকে শিখ তীর্থযাত্রীরা এই গুরুদ্বারাতে আসেন। লাহোর থেকে এই স্থানের দূরত্ব কমপক্ষে ৬৫ কিলোমিটার। এই বছর ছিল গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী। তাই এই বছর বিশেষ স্মারক মুদ্রা পাকিস্তান প্রকাশ করে। যার মূল্য ৫৫ PKR (পাকিস্তানি টাকা)। ভারতীয় মুদ্রা হয়ে দাঁড়ায় ১৬.৭২ টাকা। এই মুদ্রার এক দিকে রয়েছে, গুরুদ্বারা জনম আস্থান নানকানা সাহিবের একটি ছবি। এই ছবির উপরের দিকে (ইংরেজিতে) লেখা রয়েছে, “৫৫৫তম জন্মজয়ন্তী পালন” এবং নীচের দিকে লেখা রয়েছে,”শ্রী গুরু নানক দেব জি ১৪৬৯-২০২৪”। মুদ্রাটির অপর দিকে আঁকা রয়েছে, একটি অর্ধচন্দ্র এবং পাঁচটি বাহুবিশিষ্ট, উত্তর-পশ্চিমমুখী একটি উদীয়মান তারা। তারাটি রয়েছে মুদ্রার মাঝখানে। মুদ্রার এই দিকে উপরের অংশে লেখা (উর্দুতে) রয়েছে,”ইসলামি জামহুরিয়া পাকিস্তান” যার অর্থ (ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান)। এই স্মারক মুদ্রাটি সরকারিভাবে ইস্যু করা হয়েছে। মুদ্রাটি তৈরি করতে ৭৯ শতাংশ পিতল, ২০ শতাংশ দস্তা এবং ১ শতাংশ নিকেল ব্যবহার করা হয়েছে। এটির ব্যাস ৩০ মিলিমিটার এবং এটির ওজন ১৩.৫ গ্রাম। সমগ্র পাকিস্তানজুড়ে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের যতগুলো শাখা রয়েছে, সেগুলোর এক্সচেঞ্জ কাউন্টারে এই স্মারক মুদ্রাটি পাওয়া যাবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। ভারত থেকে যে সমস্ত তীর্থযাত্রীরা গেছিলেন, তাঁরা যখন শনিবার ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরছিলেন সেখানেই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক মুদ্রা তাঁদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রথম শিখ মন্ত্রী তথা পাকিস্তান শিখ গুরুদ্বারার প্রবন্ধক কমিটির প্রধান রমেশ সিং অরোরা। তবে এই প্রথম নয়, গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীতেও পাক সরকার ডাক টিকিট প্রকাশ করেছিল।