ধারা বজায় রেখে উপনির্বাচনেও কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। তবে মাত্র ছয় কেন্দ্রের ভোটের জন্য প্রায় ১০০ কোম্পানির বেশি কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যা এক কথায় নজিরবিহীন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-পশ্চিমবঙ্গে ভোট মানেই কেন্দ্রিয় বাহিনী মোতায়েন একপ্রকার মাস্ট, তা সে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা ভোট। এবার উপনির্বাচনেও শতাধিক কোম্পানি কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। প্রাথমিকভাবে ৮৯ কোম্পানি কেন্দ্রিয় বাহিনীর কথা বলা হলেও পরবর্তীতে আরও ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যা ইতিমধ্যেই মোতায়েন করাও হয়ে গিয়েছে।
এই ১০৮ কোম্পানি বাহিনীর মধ্যে বিএসএফ (BSF) থাকছে ৪০ কোম্পানি, সিআরপিএফ (CRPF) ২৯ কোম্পানি, সিআইএসএফ (CISF) ১৪ কোম্পানি, এসএসবি (SSB) ১৩ ও আইটিবিপি (ITBP) ১২ কোম্পানি। এই কেন্দ্রিয় বাহিনীর ভূমিকা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপান উতোর চলেছে ভোট প্রচারের প্রায় প্রথম থেকেই। তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রিয় বাহিনী নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই অভিযোগ খন্ডানো, সবকিছুই এই ছয় কেন্দ্রের উপনির্বাচনে দেখা গিয়েছে। এমনকি ভোটের ৪৮ ঘন্টা আগেও চিঠি, পাল্টা চিঠি চালাচালি হয়েছে। শেষমেষ কমিশনের চিঠি থেকে জানা গিয়েছে ভোটের কাজে থাকা কেন্দ্রিয় বাহিনী স্থানীয় থানার এএসআই বা এসআই এর তত্বাবধানে থাকবে। নিজেদের ইচ্ছামত এলাকায় টহলদারি করতে পারবে না। প্রসঙ্গত যে ছয় কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে মোট পোলিং স্টেশন এর সংখ্যা ১,৫৮৩ টি। এরমধ্যে সিতাই কেন্দ্রে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটি ২১০ টি, হাড়োয়া ২৭৯, মেদিনীপুর কেন্দ্রে ৩০৪ ও তালডাংড়া বিধানসভায় মোট পোলিং স্টেশনের সংখ্যা ২৬৪ টি।