নিজস্ব প্রতিনিধিঃ আলোর রোশনাই তে নয়, প্রথা মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পুজোতেই কুমারী পুজা।বিরাটি আবাসনের মহিলা সদস্যরা পনেরো বছর ধরে এভাবেই জগদ্ধাত্রীর আরাধনা করেন। ডাকের সাজে প্রতিমার সাবেকিয়ানার ছোঁয়া। ষষ্ঠীতে মায়ের বোধন হলেও নবমী নিশির কুমারী পুজো এ অঞ্চলের মানুষের কাছে বিশেষ আকর্ষণ। সরকারি বেসরকারি অনুদান বা চাঁদা ছাড়াই এই পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোকে ঘিরে আবাসনের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই পুজো মণ্ডপকে প্রবিত্র করে তোলে। পুজো শেষে ভোগের আয়োজনেও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই পুজোয়। সব মিলিয়ে আবাসনের পুজো হয়েও বিরাটি অঞ্চলের পাঠানপুর ও নিমতা সংলগ্ন বহু দর্শনার্থীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই জগদ্ধাত্রী পুজো।