সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- কয়েক দিন আগে জম্মু- কাশ্মীরে ২ ভিলেজ ডিফেন্স সদস্যকে অপহরণ করে খুন করে জঙ্গিরা এবং দায় স্বীকার করে নেয়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও জম্মু ও কাশ্মীরে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও ৩ জওয়ানকে। রবিবার জম্মু ও কাশ্মীরের ২ টি ভিন্ন এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় সেনাবাহিনী। কিস্তওয়ারের পাশাপাশি শ্রীনগরের হারওয়ান এলাকাতেও দিনভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে। ঘটনায় কিস্তওয়ার এলাকায় ভরত ব্রিজের কাছে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসারের (জেসিও) মৃত্যু হয় বলে জানা গেছে। স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন রাকেশ কুমার নামে ওই জওয়ান। রবিবার সকাল থেকেই কিস্তওয়ারের জঙ্গলে অভিযান চালাতে থাকে সেনা বাহিনী। সমগ্র কিস্তওয়ার এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েই অভিযান শুরু করে ১১ রাষ্ট্রীয় রাইফেলস ও সেনা বাহিনী যৌথভাবে। জঙ্গিদের কাছাকাছি পৌছতেই বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে শুরু হয় জঙ্গিদের গুলিবৃষ্টি। কিছু বুঝে ওঠার আগেই সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে জঙ্গিরা যার পরিনাম হিসেবে প্রাণ যায় এক সেনার। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে রাকেশ কুমারের পরিণতিতে শোকজ্ঞাপন করেছে। এদিনের অপারেশনে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর। একই দিনে শ্রীনগরের হারওয়ান এলাকাতেও সেনা- জঙ্গি সংঘর্ষ চলে বলে জানা গেছে। ওই এলাকায় কয়েক জন জঙ্গি গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারা যায়। সেই মতো সেখানেও অভিযান চালায় বাহিনী। যদিও সেই সংঘর্ষে হতাহতের খবর নেই। ২ জায়গায় অভিযান এখনও জারি রয়েছে।