ভারত যেমন সব ধর্মের, সব বর্ণের, সব জাতের তেমনি পশ্চিমবঙ্গেও বিভিন্ন ধর্ম, বর্ণ বা জাতের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। সর্বধর্ম সমন্বয়ের এই বাংলাকে কোনো মতেই ভাঙতে দেওয়া হবে না। বৃহস্পতিবার হেস্টিংস এর তক্তা ঘাটে ছট্ পুজোর একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে তাঁর মনের কথা জানালেন। তিনি বলেন, “প্রয়োজনে জীবন দেবো, কিন্তু এখানে (বাংলায়) ভেদাভেদ করতে দেবো না।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ – বুধবার বড়বাজারের পোস্তা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা যারা বাংলায় থাকেন তারা বাংলাকেই নিজের মনে করুন। এখানে কেউ আপনাকে আপনার ধর্ম, খাদ্য, ভাষা নিয়ে প্রশ্ন করে না। এটা আপনাদের নিজেদের। আমি সবসময় আপনাদের পাশে আছি।
বুধবারের কথার রেশ ধরেই বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হেস্টিংস-এর তক্তা ঘাটে ছট্ পুজোর সূচনা করে ফের একবার বাংলা নিবাসী বিহারী সমাজের প্রতিনিধিদের কাছে মুখ্যমন্ত্রী বলেন এই বাংলা আপনাদের। কারও কথা শুনবেন না। এই বাংলায় যখন আপনারা আছেন, তখন এই বাংলাই আপনাদের ঘর। মুখ্যমন্ত্রী জানান, কেউ কেউ ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চাইছে। সেই সময়ই বেশ জোরের সঙ্গে তিনি বলেন, “আমি জীবন দিয়ে দেবো তবু এখানে ভেদাভেদ করতে দেবো না।” তিনি আরও বলেন, “আমি কখনো চাইনা যে ধর্মে ধর্মে কোন ভেদাভেদ হোক। বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। এটা আমি কখনো ভাঙতে দেব না। ভেঙে দেওয়া খুব সোজা, কিন্তু জোড়া কষ্টকর।” প্রসঙ্গত তক্তা ঘাটের অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও চৌদ্দটি ঘাটে ছট্ পুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী।