সাংবাদিক : সুচারু মিত্র তার কাছে বয়স কোন ফ্যাক্টর নয়, এখনও তিনি ভীষণভাবে সক্রিয়। হ্যাঁ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথা বলছি। এখনও কোন জেলা সফর হোক বা পার্টির কোন প্রচার কর্মসূচি। সবকিছুতেই সামনের সারিতে থাকেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছাত্র অবস্থা থেকেই আলিমুদ্দিনই তার ঘরবাড়ি। গতকাল জেলা সফরে গিয়ে ঠান্ডা লেগে যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। তারপরেই খানিকটা অসুস্থ বোধ করেন তিনি। এরপরই পার্টির উচ্চতর নেতৃত্ব আর কোন ধরনের রিস্ক নিতে চায়নি। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিপিআইএম সূত্রে খবর। তবে আপাতত বিমান বসুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে তার বেশ কিছু সমস্যা প্রকট হয়েছিল। তার দিকেই এই মুহূর্তে নজর রেখেছেন চিকিৎসকেরা। সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রের তৎপরাতেই হাসপাতালে ভর্তি করা হয় বর্ষিয়ান এই সিপিআইএম নেতাকে। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। তাই পার্টির কাজে আগামী কয়েকটা দিন তিনি সক্রিয় থাকতে পারবেন না। কিন্তু যারা বিমান বসুকে কাছ থেকে চেনেন তারা জানেন যে কোন কর্মসূচিতে বিমান বসু এখনও অগ্রণী ভূমিকা নেন। সে মিটিং হোক বা মিছিল, বয়স তার কাছে কোন ফ্যাক্টর নয়। যেন তার কাছে সব সময় প্রাণশক্তি চিরতারুণ্য। ইতিমধ্যেই পার্টির নেতৃত্ব বিমান বসুর শারীরিক পরিস্থিতির জন্য বারে বারে খোঁজ নিচ্ছেন। তবে তার শারীরিক পরিস্থিতি একেবারেই সংকটজনক নয়। চিকিৎসকরা বলছেন চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান।