ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : হালকা গাড়ি চালানোর লাইসেন্স নিয়েই (LMV) চালানো যাবে মাঝারি ভারী ওজনের বাণিজ্যিক গাড়িও। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে LMV (হালকা মোটর যান) লাইসেন্সধারীরাও ৭৫০০ কেজির চেয়ে হালকা পরিবহণ যানও চালাতে পারবেন।
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ২০১৭ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে LMV লাইসেন্সধারীদের ৭৫০০ কেজি পর্যন্ত পরিবহণ যানবাহন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। সেই রায়ই বহাল রাখায় স্বস্তি মিলেছে হালকা মোটরযানের লাইসেন্সধারীদের। এখন LMV লাইসেন্সধারীরা ৭৫০০ কেজি ওজনের পরিবহণ যানবাহন চালাতে পারবেন। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে, বিমা কোম্পানিগুলি ভোক্তাদের বিমার দাবি অস্বীকার করতে পারবে না। লাইট মোটর ভেহিকেল (এলএমভি) লাইসেন্সধারী একজন চালকের ওই ওজনের বাণিজ্যিক গাড়ি চালানোর অধিকার আছে কি না, এই আইনি প্রশ্ন নতুন করে সুপ্রিম কোর্টে ওঠে। তার প্রেক্ষিতেই ৫ বিচারপতির বেঞ্চ তার রায় দিয়েছে।
পাশাপাশি সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র হালকা মোটরযানের লাইসেন্সধারীরাই দায়ী নয় বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ওই বেঞ্চ।শুধু ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে ১.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে৷ কিন্তু কোনও তথ্য বা কোনও অভিজ্ঞতাই প্রমাণ করতে পারেনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী LVM লাইসেন্সধারীরা।