সাংবাদিক : সুচারু মিত্র: সম্প্রতি হয়ে যাওয়া ছয় কেন্দ্রে উপনির্বাচনে আবারও ভরাডুবি রাজ্য বিজেপির। আর সেই ভরাডুবির পর ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন এটাই হওয়ার ছিল পার্টির অবস্থা এই মুহূর্তে যথেষ্ট সঙ্গীন। সাংগঠনিক দিক থেকেও পার্টি ভীষন দুর্বল হয়ে পড়েছে বলেই ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই বেশ কয়েক মাস জুড়ে দিলীপ ঘোষ কে নিয়ে বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে। দলের একটা বড় অংশ আবারও তাকে রাজ্যের সভাপতি হিসেবে দেখতে চাইছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন কেন দীর্ঘদিন ধরে দলের কোন পদে রাখা হচ্ছে না দিলীপ ঘোষকে?… অথচ তার হাত ধরেই একটা সময় বিধানসভা নির্বাচনে এসেছিল সাফল্য।
এমনকি লোকসভা নির্বাচনেও সাংসদ সংখ্যা বৃদ্ধি করেছিল রাজ্য বিজেপি আর সেই দিলীপ ঘোষ কে কারা কোণঠাসা করছেন?.. তা নিয়ে এই মুহূর্তে দলের অন্দরে চরম বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই আবারও বাংলার উপনির্বাচন ৬ টি কেন্দ্রে মিটে যাবার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে দিলীপ ঘোষ অনুগামীদের পোস্টার আর সেই পোস্টারে দিলীপ ঘোষ কে রাজ্য সভাপতি হিসেবে আবার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে দিলীপ অনুগামীরা।
ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বিষয়টি পৌঁছেছে। দিলীপ ঘোষ কে আবার চাইছে বিজেপির একটা বড় অংশ। অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় পোস্টারে ভর্তি করে দিচ্ছেন। নানা মন্তব্যে তারা এটা বুঝিয়ে দিতে চাইছেন দলের পুরনো সেনাপতিকে আবার তার নিজস্ব ছন্দে ফিরিয়ে আনা হোক। একটা সময় দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন এভাবে আর কতদিন থাকা যায়?… পদ ছাড়া রাজ্য বিজেপি তে কাজ কি করে করবেন? …. তার পদের লোক নেই তাই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই দিলীপ ঘোষ কে আবারও দলের গুরুত্বপূর্ণ পদে চাইছে তার অনুগামীরা। সামনে রাজ্য সভাপতি বদল হবে তাহলে কি আবার পুরনো ছন্দে ফিরবেন কে দিলীপ ঘোষ?…. অনুগামীদের কথা কি পৌঁছাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে?… সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন!…