সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারতের দ্বীপরাষ্ট্রে শুক্রবার সকাল থেকে লাল আবিরের খেলা। সংসদ নির্বাচনে নজরকাড়া ফল বামেদের। বৃহস্পতিবার সংসদ নির্বাচন হয়েছে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার তৈরি করতে চলেছে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের দল, ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংসদের মোট ২২৫ টি আসনের মধ্যে এনপিপির বামপন্থী জোটে ১২৩টি আসন জিতে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৩ টি আসনের প্রয়োজন, সেই সংখ্যা পেরিয়ে গেছে ন্যাশনাল পিপলস পাওয়ার। আগের সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র ৩ টি আসন। ভোট গণনার সময় দেখা গেছিল অনুরা কুমারা দিসানায়েকের দল এগিয়ে রয়েছে, এনপিপি জোট ৬৩ শতাংশ ভোটে এগিয়ে ছিল। সেই সময়ই এক প্রকার নিশ্চিত হওয়া গেছিল সংসদে বসবেন বামেরাই।
বছর ২ আগে দেশজুড়ে অর্থনৈতিক মন্দার সময়ে যে গণ অভ্যুত্থান ঘটে তখনই ক্ষমতা হারায় তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। এর পরে রাষ্ট্রপতি নির্বাচন হলে, ক্ষমতায় আসেন রাষ্ট্রপতি দিসানায়েক। দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দেন তিনি দেশবাসীকে। দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। অবশেষে জয়ী হলেন দিসানায়েকই।