নভেম্বরের শুরুতে দেদার চলছে ফ্যান। ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা গড়াতেই তা উধাও। যথেষ্ট অনুভূত হচ্ছে গরম। কবে আসবে শীত? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: শীতের দেখা কবে? এই প্রশ্নের উত্তর খোঁজা চললেও অন্য এক পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। মঙ্গলবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি উত্তরবঙ্গে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের জেলা-সহ কিছু জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালের দিকে থাকবে। আগামী পাঁচদিন একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। আগামী দুই দিন দুই ২৪ পরগনার কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে তার পর থেকে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
আগামী কয়েক দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। সকালের দিকে কিছু জায়গায় কুয়াশা তৈরি হতে পারে। তবে মোটের উপর তাপমাত্রা একই থাকবে। উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।