সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- এ যেন কোনও বলিউড সিনেমার শুটিং চলছে। পঞ্জাবের জলন্ধরের অলিগলি বেয়ে বন্দুক হাতে ছুটে চলেছে দুই যুবক। তাদের পিছু নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুই যুবককে লক্ষ্য করে চলছে পুলিশের ওপেন ফায়ার। পাল্টা বন্দুক উঁচিয়ে গুলি করছে ওই দুই যুবকও। অবশেষে পুলিশ বাহিনীর গুলির কাছে কাছে নত স্বীকার দুই যুবকের। জলন্ধরের কুখ্যাত এই দুই দুষ্কৃতী ডন লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। পঞ্জাবের রাস্তায় যদিও এই দৃশ্য একদম নতুন কিছু না।
বুধবার সকালের এই নাটকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে গ্রেফতার দুই দুষ্কৃতী। গ্রেফতার করে পঞ্জাবের জলন্ধর পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি পিস্তল ও কয়েক রাউন্ড কার্তুজ। ইতিমধ্যেই সকলেরই জানা বিষ্ণোই গ্যাংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে সারা দেশে। এমনকি সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে তার দলের সদস্যরা। প্রায় ৭০০ বন্দুকধারী সদস্য রয়েছে গোটা দেশে। দেশের বিভিন্ন হেভিওয়েট ব্যক্তিরা তার দলের টার্গেট। সম্প্রতি তার দলের সদস্যদের হাতে খুন হয়েছেন এনসিপি নেতা বাবার সিদ্দিকী। বিষ্ণোই গ্যাংয়ের দীর্ঘদিনের টার্গেট হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। অভিনেতাকে খুনের হুমকি দেওয়ায় গ্রেফতারও হয়েছে এই দলের একাধিক সদস্য। তবুও থামেনি বিষ্ণোই গ্যাং।
এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে, দুই অভিযুক্তকে পাকড়াও করার প্রস্তুতি নেয় জলন্ধর পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যের কাছে এই খবর পৌছতেই পালানোর চেষ্টা করে তারা। ঠিক সেই সময়ই তাদের ধাওয়া করে পুলিশ বাহিনী। জনবহুল এলাকার মধ্যে দিয়ে বিষ্ণোই গ্যাং ও পুলিশের গুলির লড়াই চলতে থাকে। পুলিশ দুষ্কৃতিদের ধাওয়া করে একটি ফাঁকা মাঠের কাছে পৌছতেই তাদের পায়ে লক্ষ্য করে গুলি করে পুলিশ। পড়ে যায় দুই দুষ্কৃতি। তৎক্ষণাত হাতেনাতে ধরে ফেলা তাদের। যদিও বিষয়টা এতটা সোজা ছিল না। জনবহুল এলাকার মধ্যে গুলির লড়াই হওয়ায়, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখেই দুষ্কৃতিদের পাকড়াও করার প্রচেষ্টা চলছিল। এই সাফল্যের কথা জলন্ধর পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়।
ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অস্ত্র ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগ সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই এই দুই দুষ্কৃতিকে পাকড়াও করার চেষ্টা করছিল পুলিশ। তবে কিছুতেই তাদের পর্যন্ত পৌছানো সম্ভব হচ্ছিল না। অবশেষে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে জলন্ধর পুলিশ। এদের বিরুদ্ধে আর কি কি অভিযোগ কোথায় কোথায় রয়েছে, পাশাপাশি বিষ্ণোই গ্যাংয়ের কোন কোন সদস্যের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।