নাজিয়া রহমান, সাংবাদিক
নেট পাশ করলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সুযোগ পাওয়া যায়। প্রতিবছর দুবার করে হয় নেট। জুন ও ডিসেম্বর মাসে। এবার নেটে নতুন একটি বিষয় যুক্ত করা হল। এবার ইচ্ছুক পরীক্ষার্থীরা আয়ুর্বেদ বায়োলজি বিষয়ে নেট দিতে পারবে।ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি ইউজিসি সভাপতি জগদেশ কুমারও টুইট করে জানিয়েছেন। চলতি বছর জুন মাসে হয়েছে নেট। তবে এই বিষয়টি তখন সংযুক্ত করা হয়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে কমিশনের তরফে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। তাতেই আয়ুর্বেদ বায়োলজি বিষয়ে নেট-এ অন্তর্ভুক্ত করা হবে, এমন সিদ্ধান্ত গ্রহণ হয়। তাই জুন মাসের নেটে বসা পরীক্ষার্থীরা আয়ুর্বেদ বায়োলজি বিষয়টি নিয়ে পরীক্ষায় বসতে না পারলেও চলতি বছরে এখনও বাকি রয়েছে ডিসেম্বরের নেট। সেই পরীক্ষায় আয়ুর্বেদ বায়োলজি বিষয়ে আগ্রহী পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।ইউজিসি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র মাধ্যমে প্রতি বছর দু’বার করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিয়ে থাকে। প্রতিবছর অধ্যাপনায় আগ্রহী বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে। অনেকেই এমন অনেক বিষয় নিয়ে পরাশোনা করেন যেগুলো নেটে যুক্ত না থাকায় সেই বিষয় নিয়ে আগ্রহ থাকলেও পরীক্ষায় বসতে পারে না। তাই আয়ুর্বেদ বায়োলজি যুক্ত হওয়ায় খুশি বহু পরীক্ষার্থী।