নাজিয়া রহমান, সাংবাদিক: আর পরীক্ষাকেন্দ্র নিয়ে দুশ্চিন্তা করতে হবে না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের। এবার থেকে কেন্দ্রের নাম জানতে স্কুলের উপর ভরসা করতে হবে না তাদের। এখন অ্যাডমিট কার্ডেই থাকছে সব সমস্যার সমাধান।
একজন পরীক্ষার্থীর কাছে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। সেই অ্যাডমিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্র জানার জন্য স্কুলের উপর ভরসা করতে হবে না। কারণ যে অ্যাডমিট কার্ড নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা হলে যাবে তার মধ্যেই উল্লেখ থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। প্রতিবছরই পরীক্ষাকেন্দ্র নিয়ে সমস্যায় পড়তে হয় উচ্চ মাধ্যমিকের অনেক পরীক্ষার্থীকে। প্রতিবছরই দেখা যায় পরীক্ষাকেন্দ্র খুঁজতে হিমসিম খেতে হয় একাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। পরীক্ষার্থী বুছতে না পেরে অনেক সময় ভুল কেন্দ্রে চলে যায়। যাতে সমস্যায় পড়ে তারা। এই সমস্যা দূর করতে সংসদের পক্ষ থেকে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম।
এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রর নাম থাকত না। কোর্ড থাকত।নিজের নিজের স্কুলের কাছ থেকে কেন্দ্রের নাম জেনে নিত পরীক্ষার্থীরা। এবার সেই নিয়মের বদল ঘটল। এবার আর কেন্দ্র নিয়ে পরীক্ষার্থী বা তাদের অবিভাবকদের চিন্তা করতে হবে না বলেই মত সংসদের।