ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিকঃ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে।
জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ছবি ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র (BEUT)। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাটিতে রাখা হয়েছে ভারতের পতাকা। যার উপর দিয়ে নির্দ্ধিধায় হেঁটে চলেছে সেখানকার পড়ুয়ারা।
সেই ছবি শেয়ার করে নির্লজ্জ কর্মকাণ্ডের নিন্দায় সরব এপার বাংলা। ক্ষত-বিক্ষত মন নিয়ে গর্জে উঠলেন সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমলরা। সৃজিতের প্রতিবাদ, ‘ধৈর্যের বাঁধ ভেঙেছে।’ দীর্ঘ পোস্টে নিন্দায় সরব জীতু কমল।পদ্মাপারের পড়ুয়াদের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন জীতু। তাঁর কথায়, ‘কূটনীতি-রাজনীতি সারা পৃথিবীব্যাপী চলছে আর চলবে। কিন্তু এই নোংরা রাজনীতির ফাঁদে তোমরা সাধারণ মানুষ কী করে পা দিলে? সাবধান করি, এই ভয়ঙ্কর খেলায় মেতো না। কোনও এক অশুভ শক্তি চাইছে, তোমার সংস্কৃতি, তোমার আব্রু, তোমার সৌন্দর্য বিনষ্ট করতে। ধ্বংস করতে চাইছে তোমায় সম্পূর্ণভাবে। রুখে দাঁড়াও,জোট বাঁধো বাংলাদেশ।