ঋক পুরকায়স্থ, সাংবাদিক: নরওয়ে সফরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নরওয়ে দূতাবাসের মাধ্যমে নয়াদিল্লিতে জানানো হয়েছিল, তৃণমূল সংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। লিঙ্গ সাম্য মহিলাদের ক্ষমতায়নের ওপর নরওয়ের সরকার এই ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১৭ তারিখ থেকে ২২ নভেম্বর এই সফরের আয়োজন করা হয়েছিল। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হয়েছে। তারমধ্যে অন্যতম কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এর মতো প্রকল্প। তবে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত নরওয়ে যাচ্ছেন না। এ ব্যাপারে তিনি নরওয়ে দূতাবাসকে জানিয়েছেন।
তবে অভিষেক বন্দোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আলোড়ন ফেলেছে দলের অন্দরে। অনেকের মধ্যে তৃণমূলের সাংগঠনিক রদবদল যেকোনো দিন ঘটে যেতে পারে। কয়েকটি স্তরে এই সাংগঠনিক রদবদল হবে। প্রথমে জেলা ও ব্লক স্তরে। তারপর ছাত্র ও যুবতে এই রদবদল দেখতে পাওয়া যাবে। তবে যেটা জানতে পারা যাচ্ছে পারফরম্যান্সের ভিত্তিতেই হবে এই রদ বদল। আসবে নতুন মুখ।