সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সলমন শাহরুখের মতো তারকাদের পর এবার দাদাসাহেব ফালকে জয়ী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে খুনের হুমকি পাকিস্তানি ডনের। ভিডিও মারফত হুমকি এল সুদূর পাকিস্তান থেকে। সল্টলেকে অমিত শাহর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই তিনি বিশেষ একটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর থেকে ডেপুটেশন, সবই জমা পড়েছে পুলিশের কাছে। সেই ঘটনায় এবার পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির খুনের হুমকি মিঠুনকে। এক সময়ে গুজরাটের সবরমতী জেলে থাকা শাহজাদ ভাট্টির, বর্তমান ঠিকানা দুবাই। সেখান থেকেই নিজের গ্যাংকে অপারেট করছে ভাট্টি। সবরমতী জেলে থাকাকালীন বহুল চর্চিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্রমেই তাঁরা ঘনিষ্ঠ হন। পাকিস্তানের কুখ্যাত ডন ফারুক খোখারের ডানহাত শাহজাদ ভাট্টি। এই গ্যাংস্টার মিঠুন চক্রবর্তীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায়। তা না করলে ফলভোগ করতে হবে বলেও ভিডিওতে জানিয়েছে সে। ২ টি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে শাহজাদ ভাট্টি হুমকি দিয়েছে বলে জানা গেছে। প্রথম ভিডিওতে ভাট্টিকে বলতে দেখা গেছে, সে সরাসরি মিঠুনকে হুমকি দিচ্ছে। তাঁকে ক্ষমা চাওয়া জন্য ১০-১৫ দিন সময় দেওয়া হয়েছে। দ্বিতীয় ভিডিওতে মিঠুনের বিতর্কিত ভাষণের ভিডিও ক্লিপ তুলে ধরে নেপথ্য ভাট্টি বলছে, ক্ষমা না চাইলে কী হবে তা কার্যত হুমকির সুরে। শাহজাদ ভাট্টি বিজেপি নেতার একটি ছবি দিয়ে বলেছে, এই ভিডিওটি মিঠুনের জন্য। যিনি সম্প্রতি এক ভাষণে বলেছেন যে, মুসলিমদের কেটে তাদের ঘরে ফেলে আসবেন। ভাট্টি আরও বলেন, মিঠুন সাহাব, আমার পরামর্শ মেনে এই কথার জন্য ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়ার জন্য ১০-১৫ দিন সময় দিচ্ছি। আপনার স্বার্থ এবং শান্তি কায়েম রাখতে এটাই উপায়। ভিডিওতে আরও বলতে শোনা যায়, আপনি আমাদের ভাবাবেগে আঘাত করেছেন। আপনার মনে রাখা উচিত মুসলিমরাও আপনাকে সমর্থন করে এবং শ্রদ্ধা করে। আপনার ছবি যখন ফ্লপ হয়েছে, মুসলিমরা আপনার ছবি দেখেছে। আপনার এই বয়সে এসে, অনেক মানুষই বেশি কথা বলে ফেলেন। তার জন্য পরে ক্ষমা চান। আপনিও ক্ষমা চেয়ে নিন, না হলে পস্তাতে হবে। ভাট্টি মিঠুনকে ভয় দেখিয়ে এও বলেন, এটা সিনেমার হুমকি নয়। বাস্তবের হুমকি। আমি কাউকে ভিডিওতে ভয় দেখাই না। ভাট্টির এই ভিডিও সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে।