দিল্লির সঙ্গে প্রায় ৯ বছরের সম্পর্ক আপাতত শেষ। এবার ঋষভ পন্থের নয়া ঠিকানা লখনউ। নতুন রাজত্বে পাড়ি দেওয়ার আগে পন্থ তার সদ্যপ্রাক্তন টিমের জন্য রেখে গেলেন এক বিদায়বার্তা।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আসন্ন আইপিএল নিলামে যে কজন ক্রিকেটার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাদের অন্যতম ঋষভ পন্থ। একেবারে রেকর্ড করে ২৭ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে লখনউ। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। তাই এবার লখনউ যাবার আগে দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়ে গেলেন পন্থ।
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে তিনি জানিয়েছেন “বিদায় বলা সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সফরটা অসাধারণ বললে কম বলা হয়। মাঠের মধ্যে কাটানো রোমাঞ্চকর মুহূর্তের সঙ্গে বাড়তি পাওয়া মাঠের বাইরের অসংখ্য মুহূর্ত। কিশোর হিসেবে এখানে এসেছিলাম, বিদায় নিচ্ছি একজন পরিণত মানুষ হিসেবে। গত কয়েক বছরে এত উন্নতি করব স্বপ্নেও ভাবিনি।” এর পাশাপাশি এতদিন দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্তকে জুড়ে এক ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন দিল্লিতে তার এই সফরটা সবথেকে বেশি রঙিন করেছেন ভক্তরা। সাপোর্টাররাই তার জন্য স্লোগান তুলেছেন, উৎসাহ দিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন এবার বিদায়। কিন্তু তিনি এও জানিয়েছেন দিল্লির ভালোবাসা সবসময় তার হৃদয়ে থাকবে।
কোন দলে যাবেন পন্থ? নিলামে তাকে নিয়ে দীর্ঘক্ষণ দর কষাকষি চলে আর তারপর তাকে রেকর্ড টাকায় কেনে লখনউ। তারপর লখনউ কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র জানিয়েছেন পন্থকে টিমে নেওয়া তাদের পরিকল্পনায় ছিলই। তবে তার জন্য ওই ২৬ কোটি টাকা মতো রাখা হয় শুরুতে তাই ২৭ কোটি টাকাটা একটু বেশিই হয়ে গেছে এটা স্বীকার করছে টিম ম্যানেজমেন্ট। তবে তাকে দলে নিতে পেরে ভীষণ খুশি সকলেই একবাক্যে স্বীকার করছেন সবাই।