সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বাবা সিদ্দিকীর যে অবস্থা হয়েছিল তা এবার যোগী আদিত্যনাথেরও হবে, শনিবার সন্ধ্যায় এমনই হুমকি ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। ১০ দিনের মধ্যে যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মতোই খুন করা হবে তাঁকে।
শনিবার সন্ধ্যায় মুম্বাই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে একটি অচেনা নম্বর থেকে হুমকি দেওয়া হয়। সিদ্দিকী খুনের পর বলি অভিনেতা সলমন খানকেও খুন করা হবে বলে মুম্বাই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, টাকা চাওয়াও হয়েছিল। যদিও সলমন খান বহুদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট। সিদ্দিকী খুনের পর বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা, এমনকী নিরাপত্তার জন্যই শাহরুখ খানের জন্মদিনের পার্টিতেও তিনি যাননি। সিদ্দিকী খুনের পর থেকেই মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শনিবার সন্ধ্যায় এই ফোন আসার পরেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ।
বাড়ানো হয় যোগীর নিরাপত্তা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এই ফোন কোথা থেকে এসেছে, কে বা কারা করেছে, এমনকী আদৌ বিষ্ণোই গ্যাং করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা সিদ্দিকী খুনে জড়িত লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই বলে পুলিশ জানতে পেরেছে। আনমোলকে বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে আনমোল আমেরিকায় রয়েছে বলে দাবি মুম্বাই পুলিশের।শনিবার সন্ধ্যায় এই ফোন আসার পরেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। বাড়ানো হয় যোগীর নিরাপত্তা। হাই অ্যালার্ট জারি করা হয়। ঘটনার তদন্তে নেমে তাজ্জব হয়ে যায় মুম্বই পুলিশ। ভুয়ো ফোনের অভিযোগে গ্রেফতার করা হয় ফতিমা খান নামে বছর ২৪ এর এক যুবতীকে। থানের বাসিন্দা আইটি গ্রাজুয়েট ফতিমা দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি তাঁর পরিবারের। তাঁর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুধুই কি মানসিক সমস্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।