ভারতে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চিঠি দিলো ভারতীয় অলিম্পিক কমিটি। ভারতীয় ক্রীড়া মানচিত্রে যা ইতিমধ্যেই যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করা যে কোনো দেশের ক্ষেত্রে একটা বিশাল বড় পদক্ষেপ। কোনো দেশের আর্থ সামাজিক পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় ইভেন্ট আয়োজন করা সম্ভব হয় না। সেদিক থেকে দেখতে গেলে ভারতের পক্ষ থেকে এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবছর ১৫ আগষ্ট, লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন দেশ ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুত। ভারত ওই বছর(২০৩৬) অলিম্পিক আয়োজন করতে চায়। এরপরই জানা গেছে যে প্রধানমন্ত্রীর এই ইচ্ছাকে মান্যতা দিয়েই ভারতীয় অলিম্পিক কমিটি তাদের প্রস্তুতি শুরু করে। এমনকি গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১ তম অধিবেশনে, যা হয়েছিলো মুম্বাইয়ে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ্ (Thomas Bach) ও ভারতের দাবিকে (অলিম্পিক আয়োজনের) যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন।
সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে ২০৩৬ সালে এদেশে অলিম্পিক আয়োজনের জন্য সরকারিভাবে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে ভারত একাধিকবার এশিয়ান গেমস এর মতো ক্রীড়া জগতের অন্যতম বড় ইভেন্ট সাফল্যের সঙ্গে আয়োজন করেছে। গ্রীষ্মকালীন অলিম্পিক এর পরপরই একই ভেন্যুতে হয় প্যারালিম্পিক ও। ভারতের সঙ্গে ২০৩৬ এর অলিম্পিক আয়োজনের জন্য এখনও পর্যন্ত আরও ন’টা দেশ আবেদন করেছে। যার মধ্যে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, তুর্কি, দক্ষিণ কোরিয়া প্রভৃতি। শেষ অলিম্পিক হয়েছে ইউরোপে। এবছরই ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছিলো গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকস। এরপরের অর্থাৎ ২০২৮ ও ২০৩২ এর অলিম্পিক হবে যাথাক্রমে আমেরিকার লস এঞ্জেলেস ও অষ্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। এখন দেখার বিষয় ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ভারতের দাবি কতটা মান্যতা পায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের। তবে এটা নিশ্চিত যে এখনও পর্যন্ত একবারও অলিম্পিক আয়োজনের সুযোগ না পাওয়া ভারত যদি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পায় তাহলে তা ভারতের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন ও দেশের ক্রীড়া জগতের কাছে একটা বেশ বড় সুযোগ বৃদ্ধি পাবে তা বলাই যায়।