ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: উত্তর-পূর্বের এই রাজ্যে এমনিতেই বেলাগাম হিংসা চলছে বেশ কয়েকদিন ধরে। আর সেই হিংসা সামাল দিতে আরও ৫০ কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে। প্রায় ২৪ ঘণ্টা জুড়ে সেখানে অভিযান চালাবে নিরাপত্তাবাহিনী। সোমবার, এই ইস্যুতে একটি হাইভোল্টেজ বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই প্রকাশ্যে এল এই তথ্য।
এই পরিস্থিতিতে এনডিএ বিধায়কদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বিরেন সিং। সেই বৈঠকে কোনও কারণ না দেখিয়েই গরহাজির এনপিপির ১১ বিধায়ক। জানা যাচ্ছে, উত্তরপূর্বের রাজ্যটির বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। ফলে সব মিলিয়ে বেকায়দায় বিরেন সিং। এদিকে পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিল মেতেই নাগরিক সমাজ।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিশেষ করে এখানকার জিরিবাম জেলা। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে এখানে। পরিস্থিতি সামাল দিতে গত ১৪ নভেম্বর নতুন করে লাগু হয়েছে আফস্পা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এখানে ২০ কোম্পানি আধাসেনা আগেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক এবার আরও ৫০ কোম্পানি আধাসেনা অর্থাৎ ৫ হাজার সিআরপিএফ মোতায়েন করা হল এই রাজ্যে। সব মিলিয়ে বর্তমানে মণিপুরে আধাসেনার দাঁড়িয়েছে পরিমাণ প্রায় এক লক্ষ।