সাংবাদিক : সুচারু মিত্র:বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট ১ কোটি। কিন্তু বাংলার সংগঠনের যা অবস্থা এক কোটি টার্গেট পূরণ হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। অমিত শাহ বার্তা দিয়ে গিয়েছিলেন বাংলা থেকে ১ কোটি সদস্য চাই। তাহলেই ২০২৬ এর নির্বাচনে বাংলার পরিবর্তন হবেই। আর অমিত শাহের ভোকাল টনিক পাওয়া মাত্রই নেমে পড়েছেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নীচু তলার কর্মীরা। কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে সদস্য সংগ্রহ অভিযান সেভাবে সফলতা পাচ্ছে না। অন্তত সংগঠনিক রিপোর্ট তাই বলছে। ৪৩ টা জোন থেকে যেভাবে সদস্য সংগ্রহ হওয়া উচিত সেই ধরনের সদস্য সংগ্রহ হচ্ছে না। আর তাই এইবার হুঁশিয়ারি দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। আগামী ২০ নভেম্বর দিল্লিতে সদস্য সংগ্রহ বিষয়ে জরুরী বৈঠক। আর সেই বৈঠকের আগে বাংলার সদস্য সংখ্যা করতে হবে ৫০ লক্ষ, নয়তো বিভিন্ন জেলা সভাপতি তাদের পদ হারাবেন। এমনকি রাজ্যস্তরে ও ব্যাপক রদ বদল করা হবে। শুধু পদ নিয়ে বসে থাকলে হবে না সক্রিয় সদস্য সংখ্যা নিজেদের বুথ থেকে না করাতে পারলে দায়িত্ব থেকে সরে যান এমন হুঁশিয়ারি দিলেন সুনীল বানসাল। গত বছর সদস্য সংগ্রহ অভিযানে নেমে বিজেপি সদস্য সংগ্রহ করতে পেরেছিল ৮৬ লক্ষ, এবারে তার ধারে কাছে যাবে কিনা এখন থেকেই সংশয় তৈরি হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। সব মিলিয়ে সুনীল বানসালের হুশিয়ারির পর হাতে আর মাত্র একটা সপ্তাহ। এই কদিনে কি ৫০ লক্ষ সদস্য সংগ্রহ করা সম্ভব হবে? বিজেপির পক্ষে?… সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচু তলার কর্মী এবং জেলা সভাপতিদের।