ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: শীতের শুরুতেই ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে মালদা। জেলা মালদা। ১৫ টি ব্লক এবং দুইটি পৌরসভা নিয়ে অবস্থিত। শীতের শুরুতেই এই মালদায় চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু।চলতি বছরে এখনো পর্যন্ত মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০০ জন। প্রতি সপ্তাহে মালদার বিভিন্ন ব্লকে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে প্রায় দুশো জন। যদিও গত সপ্তাহে সংখ্যাটা ছিল ২৫০ জন। এই সপ্তাহে একটু কমেছে। মালদা জেলায় সব থেকে রতুয়া দুই নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এখনো পর্যন্ত প্রায় ৫০০ জনের উপরে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এই ব্লকে।
তবে পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত খুব একটা নেই দাবি ইংলিশ বাজার পৌরসভার। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয় জন ডেঙ্গি আক্রান্ত রোগী। তার মধ্যে গত ২৪ ঘন্টায় পাঁচ জন ভর্তি হয়েছে। এবং আগে থেকেই ভর্তি রয়েছে চারজন। অন্যদিকে বর্ষা শেষ হয়ে গেলেও শীতের শুরুতেই ডেঙ্গি আতঙ্কে ভুগছেন মালদা বাসি। সংশ্লিষ্ট পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর কুলি পাড়া সহ একাধিক এলাকায় এখনো নেই নিকাশী নালা। ফলে বাড়ির সামনে জল জমে থাকছে। আতঙ্কে সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৫ থেকে ২০ হাজার ওয়ার্ড বাসি। খুব শীঘ্রই নিকাশি নালা তৈরি করে এই সমস্যার সমাধান হবে দাবি পৌরসভার।