নাজিয়া রহমান, সাংবাদিক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেন স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকের টেটপাশকারী চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে পর্ষদ৷ তাই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তা জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ রাজ্য ভিত্তিক স্কুলগুলিকে শিক্ষক শূন্যের তালিকা দ্রুত পাঠাতে হবে শিক্ষা দফতরে। তারপর তা পাঠানো হবে পর্ষদের কাছে।২০২২ এ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার যেমন সুযোগ পাবেন। তেমনই সুযোগ পাবেন ২০২৩ এর টেট উত্তীর্ণরাও। রাজ্যের থেকে শূন্য পদের তালিকা পেলেই নিয়োগের ফের বিজ্ঞাপন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর ডিসেম্বর মাসেই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছর প্রাথমিকের টেট হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই জানা গেছে। এই খবরে কিছুটা হলেও মন ভেঙে যায় টেটে বসার জন্য অপেক্ষামান পরীক্ষার্থীদের। তবে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করার ঘোষণায় কিছুটা হলেও খুশি হবেন টেট পাস চাকুরিপ্রার্থীরা।