সাংবাদিক : সুচারু মিত্র লক্ষ্যমাত্রা এক কোটি আর সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য মরিয়া বিজেপি। ইতিমধ্যেই বিজেপির ভেতরের খবর ২৯ লক্ষ সদস্য সংগ্রহ করা গেছে।
লক্ষ্যমাত্রা এক কোটি আর তার জন্য এখন মরিয়া বিজেপি অমিত শাহের বেঁধে দেওয়ার টার্গেটকে সফল করতে দিনরাত এক করে খাটচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তর মন্ডল স্তরের নেতাকর্মীরা। এতোটুকু বসার সময় নেই কারণ দিন যে শেষ হয়ে আসছে। পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছিল সদস্য সংগ্রহ অভিযান, আর এখন এই পর্যায়ে দাঁড়িয়ে ২৯ লক্ষ সদস্য সংগ্রহ করা গেছে। এমন একটা প্রেক্ষাপটে বিজেপি এগোচ্ছে প্রত্যেকটা ধাপেই তারা চিন্তা করছে সদস্য সংখ্যা আদৌ এক কোটিতে পৌঁছবে তো?….
বিভিন্ন জায়গা শীর্ষ নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছেন এই সদস্য সংগ্রহ অভিযানে। না এর আগের লোকসভা নির্বাচনের সময় ঠিক এমনটা হয়নি। তখন পশ্চিমবঙ্গে আসন বাড়ার সাথে সাথে সদস্য সংখ্যা হুহু করে বেড়েছিল। তাইতো গত বছরে দেখা গিয়েছিল ৮৬ লক্ষ সদস্য সংগ্রহ করেছিল বিজেপি। কিন্তু এবার এক কোটি সদস্য সংগ্রহ করার ডাক। কিন্তু সাম্প্রতিকতম সময়ে লোকসভা নির্বাচন হয়ে যাবার পর থেকেই বিজেপির সংগঠন যে তলানিতে সেটা খুব পরিষ্কার। জেলা স্তর থেকেও খুব ভালো একটা সাড়ি নেই আর তাইতো দিন দিন সদস্য সংখ্যা কমছে। ১ তারিখ থেকে দীর্ঘ কুড়ি দিন যাবত এই সদস্য সংখ্যা তেইশটা জেলা মিলিয়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ।
আদৌ কি এক কোটি সদস্য সংখ্যায় পৌঁছাতে পারবে বিজেপি?…
অমিত সাহা ডাক দিয়েছেন ১ কোটি সদস্য করতে পারলেই আর ৪ শতাংশ ভোট হলেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তোলপাড় করে দিতে পারবে ভারতীয় জনতা পার্টি। মিঠুন চক্রবর্তী ভিডিও গাট্টা দিয়েছেন এই সদস্য সংগ্রহ অভিযানে বিজেপিকে আরও চাঙ্গা করার জন্য। আসলে নেমেছেন সুকান্ত মজুমদারও। এবার খোদ কলকাতায় কাঁকুড়গাছিতে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়ে গেল সদস্য সংগ্রহ অভিযান। কাঁকুড়গাছি মোড়ে এলেন শুভেন্দু অধিকারী, আর সেখান থেকে ডাক দিলেন লক্ষ্য একটাই এক কোটি সদস্য সংগ্রহ করা। সকলে মিলে ভয়কে দূরে ঠেলে আসুন, সদস্য সংগ্রহ অভিযানকে সফল করুন। এইবার তাই কাঁকুড়গাছিতে দাঁড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই বার্তা পাওয়ার পর কলকাতা জেলা নেতৃত্বই বা কতটা সফল হবেন?.. আর সংখ্যালঘুরাই বা আর কতটা বিজেপির দিকে ঝুঁকছেন?.. আর এক সপ্তাহ গেলেই সদস্য সংখ্যার বহর দেখেই সেটা স্পষ্ট হওয়া যাবে। কিন্তু এখনো বিজেপির মনে সেই চিন্তা আদৌ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে তো?…