সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- অভিনেতা সলমন খানকে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার তাঁরই সিনেমার গীতিকার সোহেল পাশা। সলমনের আসন্ন ছবির গীতিকার বছর ২৪ এর ওই যুবক। বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তিনি সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে যাতে কেউ সন্দেহ না করে তার জন্য নিজেকেও হুমকি বার্তা দেন তিনি। তারপরেও কোনও ফল হল না। পুলিশের কাছে ধরা পড়ে গেলেন ওই যুবক। কর্নাটক থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ৭ই নভেম্বর মুম্বই ট্র্যাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে একটি হুমকি বার্তা আসে। ৫ কোটি টাকা না দিলে সলমন এবং তাঁর আসন্ন ছবি “ম্যায় সিকন্দর হুঁ” গানটির গীতিকার সোহেল পাশাকে খুন করা হবে। ম্যাসেজে আরও বলা হয়, “গীতিকারের অবস্থা এমন হবে যে তিনি আর কোনও দিনও গান লিখতে পারবেন না। যদি সলমনের সাহস থাকে, তাহলে তাঁকে বাঁচান।” এর পরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। শুরু হয় তদন্ত। অবশেষে জানা যায়, হুমকিবার্তাটি পাঠিয়েছেন গীতিকার নিজেই। সোহেলকে কর্নাটকের রায়চুর থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নিজের লেখা নতুন গানের প্রচার ও নিজেকে রাতারাতি জনপ্রিয় করে তুলতেই এই পথ বেছে নেয় সোহেল বলে দাবি পুলিশের। তদন্তে নেমে নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সোহেলের হদিশ পায় পুলিশ। তড়িঘড়ি কর্নাটকের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল। সেখানে গিয়ে জানা যায়, ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বার্তাটি পাঠিয়েছে অন্য কেউ। এর পরেই তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। বাবা সিদ্দিকীকে খুনের পর থেকেই সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বিষ্ণোই গ্যাংয়ের নাম করে হুমকি বার্তা দিয়েছে অন্য কেউ।