নাজিয়া রহমান, সাংবাদিক: স্কুলে পুজোর ছুটি ও গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দফতর। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটির মধ্যে সমতা থাকলেও তফাৎ রয়েছে পুজোর ছুটির ক্ষেত্রে। এবার সেই ছুটির হিসাবে সমতা আনতে চাই শিক্ষা দফতর। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে হাইস্কুলের মতই প্রাথমিক স্কুলেও পুজোর ছুটি টানা ১ মাস থাকবে এমনই চিন্তাভাবনা করছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত লক্ষ্মী পুজো শেষ হওয়ার পরেই খুলে যেত প্রাথমিক স্কুলগুলি। অন্যদিকে টানা ১ মাস ছুটি থাকে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের স্কুলগুলি। আর এতে কিছুটা হলেও বিষন্ন হয় প্রাথমিকের পড়ুয়ারা। পুজোর সময় রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালী পুজোর আগে পর্যন্ত খোলা থাকে। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকে। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছে। আসলে শিক্ষাবর্ষ হিসেবে, বড়দের চেয়ে ছোটরাই বেশি দিন ক্লাস করে। যা এবার দূর করতে উদ্যোগী শিক্ষা দফতর। পাশাপাশি আরও যা জানা গেছে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে যেতে পারে গরমের ছুটি। গরমের ছুটি মে মাসের শেষের দিকে দেওয়া হতে পারে। অন্যদিকে এপ্রিলের প্রথমে সব স্কুল মর্নিং হবে। প্রবল গরম থেকে বাঁচতেই মর্নিং স্কুল ওই সময় চলবে। এই দুটি বিষয়ে আলোচিত হয়েছে শিক্ষা দফতরের একটি বৈঠকে। যদিও বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।