রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ ৫ অগাস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ব্যাপক অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারত সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি নিন্দা করা হয়েছে একাধিকবার। এমনকী অন্তবর্তী সরকার গঠনের পর মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন।
অতিরঞ্জিত বলে গুরুত্ব দিলেন না ইউনুস !
রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইউনুস গোটা বিষয়টিকেই অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কিছু ঘটনা ঠিকই ঘটেছে। তবে যতটা বলা হয়েছে সেরকম কিঠু ঘটেনি বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষেই জাতির উদ্দেশে ভাষণ দেন মহম্মদ ইউনুস। সেখানেই তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বললেন।
ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। হাসিনা সরকারের পতন, নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের মাঝে টালমাটাল ছিল বাংলাদেশ। সেই অস্থিরতা এখনও কাটেনি। শেখ হাসিনা চলে যাওয়ার পরই বাংলাদেশজুড়ে আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পায়। একইসঙ্গে সংখ্যালঘুদের বাড়ি, দোকানপাঠ ভাঙচুর থেকেশুরু করে তাঁদের হত্যার অভিযোগ ওঠে।
হিংসার কথা স্বীকার ইউনুসের
হিংসার ঘটনা স্বীকার করলেও মহম্মদ ইউনুস বলেছেন, অশান্তির ঘটনা কিছু যে ঘটেছে তা সত্যি। তবে সংবাদমাধ্যমে যেভাবে এবং যতটা প্রচার করা হচ্ছে, তেমন কিছু ঘটেনি। আর রইল কথা সংখ্যালঘুদের নিপীড়নের, সেই ঘটনার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। পুরোটাই রাজনৈতিক।
ভারতের অভিযোগ উড়িয়ে দিলেন ইউনুস
ইউনুসের কথায়, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত যে পরিস্থিতি বাংলাদেশে ছিল তা এখন নিয়ন্ত্রণে। যে সমস্ত অভিযোগ এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক কারণে ঘটেছে। অধিকাংশ সংখ্যালঘু, যাঁদের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে তাঁরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক। যদিও এই ধরণের ঘটনা নিয়ন্ত্রণে তাঁরা যে যে পদক্ষেপ নেওয়ার তাইই নিয়েছেন। ইউনুসের কথা থেকে বলাই যায় ভারত মূলত যে অভিযোগ করে আসছে তা তিনি উড়িয়ে দিলেন।
প্রতিটি হামলার তদন্তের নির্দেশ
এই বছর দুর্গাপুজোও বাংলাদেশে অন্যরকম হয়েছে। নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল দুর্গা মণ্ডপ। তারপরও হামলা ঠেকানো যায়নি। কমপক্ষে ৩৫ জায়গায় হামলা, ভাঙচুরের অভিযোগ এসেছিল। যদিও ইউনুস বলেন, এবারে দেশ জুড়ে প্রায় ৩২ হাজার মণ্ডপে দুর্গাপুজো হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপুজো হয়, তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। হিন্দুদের উপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিটি হামলার ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছি আমরা। আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শেখ হাসিনাকে ফেরত চাইবেন
সোমবার বাংলাদেশে জুলাই-অগাস্ট গণহত্যার বিচার শুরু হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই। হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার বাংলাদেশে পুলিশ অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে সশরীরে হাজির করবে। ইউনুস জানান, শীঘ্রই ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে তাঁরা ফেরত চাইবেন।
নির্বাচন কবে হবে ?
কিন্তু সে দেশে নির্বাচন কবে হবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেননি। নির্বাচন কবে হবে ? বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সকলের একটাই প্রশ্ন। তবে ইউনুসের কথায় স্পষ্ট ধারণা মেলেনি। তাই নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান বাংলাদেশে।