এ আর রহমান মানেই মন কেড়ে নেওয়া সুর। তার জাদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। এবার সেই সুরের জাদুকরের জীবনেই ধরল চিড়। দীর্ঘ ২৯ বছর পর বিবাহবিচ্ছেদ হতে চলেছে এ আর রহমানের
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এ আর রহমান। অস্কারজয়ী শিল্পী এ আর রহমান ও তাঁ স্ত্রী সায়রার বিচ্ছেদের খবর শুনে হতবাক অনুরাগীরা। তবে এই খবর সত্যিই।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্ত্রী সায়রা লিখেছেন, ‘অনেক বছর সংসারের পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত আমরা দু’জনের কেউই নিতে পারছিলাম না। ফলে আমরা জানি যে আমাদের দু’জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু’জনের জন্যই এই বিচ্ছেদ ভাল’।
এইখান থেকেই জানা গিয়েছে, বিয়ের এতগুলো বছর পর রহমান এবং তাএ স্ত্রী সায়রা বানু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বিচ্ছেদের পথে হাঁটবেন। সায়রা অনুরোধ করেছেন এই কঠিন সময় তিনি একদম অন্তরালে থাকতে চান। তার আরও অনুরোধ সকলে যেন তার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখেন।
উল্লেখ্য মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় এ আর রহমানও লেখেন, ‘আমরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, আমরা অর্থ খুঁজি, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য আমাদের বন্ধুদের, আপনার ধন্যবাদ জানাচ্ছি।’