২০২৪ সালের ৯ ই আগস্ট, একটা কালো দিন হয়ে থাকবে নিঃসন্দেহে। আরজি করে অন ডিউটি অবস্থায় এক তরুণী চিকিৎসককে যে ভয়াবহ ভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার প্রতিবাদে আন্দোলনের রেশ এখনো অব্যাহত। ৯ই নভেম্বর সেই ভয়াবহ ঘটনার ৯০ দিনের মাথায় আবারও রাজপথে নামতে চলেছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বিচারহীন ৯০ দিন। আরজিকরের সেই ভয়াবহ ঘটনার ৩ মাস পেরনোর দিনেই ফের পথে নামতে চলেছেন চিকিৎসকরা। ৯তারিখ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিলের ডাক। আবারও শহর কলকাতা সোচ্চার হবে অভয়ার সুবিচারের দাবিতে
এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে ৯ নভেম্বরের কর্মসূচী হিসাবে তা হল—
১.আরজিকরে সকাল ১০টায় রক্তদান শিবির
২.দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা নাগরিক মিছিল
৩.বিকেল ৪টেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ধর্মতলায় জনতার চার্জশিট।অর্থাৎ সব মিলিয়ে ৯ নভেম্বর আরজিকর ইস্যুতে ফের সরগরম হতে চলেছে কলকাতা।
চিকিৎসক তাপস প্রামাণিক জানাচ্ছেন তারা কাজে ফিরলেও আন্দোলন অব্যাহত রয়েছে এবং যতদিন না অবধি তারা সুবিচার পাবেন ততদিন অবধি আন্দোলন চলবে। এমতাবস্থায় শনিবার সকলে আরও একবার সোচ্চার হবেন অভয়ার ন্যায়বিচারের দাবিতে। এই র্যালিতে যেমন চিকিৎসকরা থাকবেন এর পাশাপাশি সাধারণ মানুষকেও আহবান জানানো হয়েছে কারণ এতদিন ধরে চলা এই আন্দোলনের অন্যতম চালিকাশক্তিই হচ্ছেন সাধারণ মানুষ তাই তাদের ছাড়া কোন কিছুই সম্ভব নয়।
একদিকে যেমন নাগরিক মিছিল আছে এর পাশাপাশি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে হবে জনতার চার্জশিট। সিবিআইয়ের তদন্তের অগ্রগতি তাদের চার্জশিট নিয়েও প্রশ্ন উঠবে শনিবার। শনিবার ফের জাস্টিস ফর আরজিকর স্লোগানে মুখরিত হবে তিলোত্তমা। দোষী বা দোষীদের যথার্থ সাজার দিকে তাকিয়ে সকলেই সেই কথাই ফের প্রতিবাদের ভাষায় শোনা যাবে শনিবার।