নাজিয়া রহমান সাংবাদিক : ফের একফ্রেমে দেখা যাবে অক্ষয় – গোবিন্দা ও পরেশ কে। তৈরি হচ্ছে নতুন কমেডি ছবি “ভাগম ভাগ ২’।ব্যপারটা একটু খোলাসা করে বলা যাক, বলিউডে এখন সিনেমার ক্ষেত্র দুটি বিষয়ের ট্রেন্ড চলছে। এক হল ভূত আর অন্যটি হল কমেডি। যার প্রমান সদ্যমুক্তি পাওয়া দুটি সিনেমা ‘স্ত্রী ২’ এবং ‘ভুলভুলাইয়া ৩’। ‘ভাগম ভাগ ২’ সিনেমাতে প্রাধান্য দেওয়া হয়েছে কমেডিকে। অভিনেতা তথা ওই সিনেমার প্রযোজক অক্ষয় কুমার, তাঁর প্ল্যানিং থেকে ভূতকে সরালেন। স্থান দিয়েছেন কমেডিকে। শোনা যাচ্ছে ২০০৬ এ মুক্তি প্রাপ্ত সুপারহিট কমেডি ছবি ‘ভাগম ভাগ’-এর কপিরাইট কিনেছেন অক্ষয়কুমার । তাঁর প্রযোজনাতেই নাকি তৈরি হবে এই ‘ভাগম ভাগ ২’। ইতিমধ্য়েই নাকি চিত্রনাট্য লেখা শেষ হয়ে গেছে।
এমনকী, প্রাথমিক কথা হয়ে গিয়েছে গোবিন্দা ও পরেশ রাওয়ালের সঙ্গে। সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ২০২৫ সালের শুরুর দিকেই পরেশ, গোবিন্দা ও অক্ষয়কে নিয়ে ছবির শুটিং শুরু হবে। পাশাপাশি এটাওশোনা যাচ্ছে, এর মাঝে অক্ষয় নাকি হেরা ফেরি নতুন সিক্যুয়েলের কথাও ভাবছেন। এ থেকে এটা আন্দাজ করা যেতে পারে আগামী কয়েক বছরে যে হিন্দি সিনেপ্রেমীরা, বলিউডের আইকোনিক কমেডি ছবির সিক্য়ুয়েল দেখতে পাবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন,”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে।’ সূত্রের খবর,ইতিমধ্যেই ভাগম ভাগ ২ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি এবং মজা রাখা যায়। অক্ষয় কুমার পরেশ রাওয়াল এবং গোবিন্দা তিনজনই ছিলেন ‘ভাগম ভাগ’ সিনেমার মুখ্য অভিনেতা। তাই তাঁদের তিনজনকেই ফের দেখা যাওয়াটা একটা রিইউনিয়নের পাশাপাশি তাঁদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রি সিনেমার পর্দায় দর্শকরা দেখতে পাবেন সেটা বোঝায় যাচ্ছে।