গত প্রায় দু সপ্তাহ ধরেই শেয়ার সূচক নিম্নমুখী। রীতিমতো মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। নিফটি থেকে শুরু করে সেনসেক্স সবেতেই ধস যার জেরে স্বাভাবিক ভাবেই চিন্তায় লগ্নিকারীরা
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: মাস দুয়েক আগেই সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৮০ হাজারের ঘরে কিন্তু তারপর থেকেই লাগাতার পতন অব্যাহত। সোমবার সেনসেক্স নেমেছে ৭৭ হাজারের ঘরে। প্রায় সমস্ত শেয়ারের সূচকই নিম্নমুখী কবে ঘুরে দাঁড়াবে বাজার? দিন গুনছেন লগ্নিকারীরা।
শেয়ারের পতনের অন্যতম প্রধান কারণ ভারতীয় বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহার করে নেওয়। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু করে রোজ এই সংস্থাগুলি শেয়ার বিক্রি করেছে। নভেম্বরের শুরুতেই তারা ২২,৪২০ কোটি টাকার শেয়ার বিক্রি করে ফেলেছে। মিউচুয়াল ফান্ড-সহ ভারতীয় সংস্থাগুলি ক্রমাগত শেয়ার কিনে গেলেও এখনও পর্যন্ত এই পতন ঠেকানো যায়নি। যারা শেয়ার এবং ফান্ডের দুনিয়ায় নতুন, তারা এই টানা পতনে স্বাভাবিক ভাবেই কিছুটা আতঙ্কিত।
এই মুহূর্তে বিনিয়োগকারীদের অধিকাংশই এবিষয়ে কোনও স্পষ্ট ধারণা করে উঠতে পারছেন না যে, আগামীতে শেয়ার মার্কেটের কী অবস্থা হতে চলেছে। কারণ, বাজার কবে আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে পারে, সেই বিষয়ে থাকা ধারণা অস্পষ্ট। এই মুহূর্তে খুব শীঘ্রই প্রত্যাবর্তনের কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না।
খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার ৬% ছাপিয়ে ৬.২১ শতাংশে পৌঁছে গিয়েছে অক্টোবরে। পাইকারি বাজারের মূল্যবৃদ্ধিও বেড়ে ২.৩৬% হয়েছে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। জাতীয় অর্থনীতিতে এখন কিছুটা ঝিমুনি ভাব লক্ষ্য করা গেলেও ২০২৪ সালের ভারতের জিডিপি ৭.২% হারে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।