দীর্ঘদিন বাদে ফের একবার দার্জিলিং পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের পাহাড় সফরে একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রথম দার্জিলিং পাহাড়ে হতে চলেছে সরস মেলা, যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- কয়েক মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলো তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচনের ফলাফল তেমন হয় নি। ২০২৫ এর বিধানসভা নির্বাচনের এখনও বেশ কিছুটা দেরি আছে। এমতাবস্থায় কয়েকটি সরকারি কাজ নিয়ে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আগামি সোমবার ১১ নভেম্বর তিনি দার্জিলিং পাহাড়ে পৌঁছাবেন। পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর দার্জিলিং এর ম্যল এ রাজ্যস্তরীয় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দফতরের তত্বাবধানে হওয়া এই মেলা মূলতঃ এতদিন হয়ে এসেছে কলকাতায় ও শিলিগুড়িতে। এবারই প্রথম দার্জিলিং পাহাড়ে এই মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানতঃ দার্জিলিং ও কালিম্পং জেলার মানুষের তৈরি হস্তশিল্পের কাজকে প্রাধান্য দেওয়া ও বাজারজাত করার ক্ষেত্রে তাদের উৎসাহ দেওয়ার জন্যই এবার দার্জিলিং পাহাড়ে এই মেলা করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ১৩ তারিখ জিটিএ (Gorkhaland Territorial Administration)-র সভাসদদের সঙ্গে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ১৪ তারিখ মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে হবে দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। সেই বৈঠকেই অথবা তারপর কোনো এক সময় পাহাড়ের তিন পুরসভা বকেয়া নির্বাচন নিয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জেলা প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত না হলেও জানা গিয়েছে ১৪ তারিখ শিলিগুড়িতে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি ১৫ তারিখে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার ঠিক আগে হতে পারে। সেক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দরের কাছাকাছি কোনো এলাকায় ওইদিন (১৫ নভেম্বর) বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষ করেই মুখ্যমন্ত্রী কলকাতার বিমান ধরবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হতে পারে।